আজ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেনের সাথে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ঢাকা কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা, সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় সম্পন্ন। বৃহস্পতিবার সকাল ১১ টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাঃ শাহদাত হোসেনের সাথে টাইগার পাস,চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ভবনে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি সচিব লেখক ও মানবাধিকারকর্মী মোহাম্মদ কামরুল ইসলাম, কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি লায়ন মোঃ কবিরুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য ডিআই এম জাহাঙ্গীর আলম,বিভাগীয় সহ সভাপতি মোঃ নাজিম উদ্দিন,এম এ মতিন সহ প্রমুখ।