বোয়ালখালীতে দেশীয় পিস্তল ও ২৪টি ধারালো অস্ত্রসহ আটক ২

চট্টগ্রামের বোয়ালখালীতে বিশেষ যৌথ অভিযানে অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় পিস্তল ও ২৪টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৬ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী বদু হাজী বাড়িতে এ অভিযান চালানো হয়।

অভিযানে আটকরা হলো, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বদু হাজী বাড়ির আব্দুল মোতালেবের ছেলে মো. আরাফাত (৩২) ও জসিম উদ্দিনের ছেলে মহিউদ্দিন হামিম (১৮)।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি বসতঘরে তল্লাশি চালিয়ে একটি অবৈধ দেশীয় পিস্তল এবং ২৪টি ধারালো অস্ত্র পাওয়া যায়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।