কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: কাপ্তাই থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে চট্টগ্রাম জেলাধীন লোহাগড়া উপজেলা থেকে এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামী এবং উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের বারঘোনিয়া গেইট এলাকা থেকে এজাহারনামীয় অপর এক আসামীকে আটক করা হয়। সাজাপ্রাপ্ত আসামী হলেন-নুরুল ইসলাম (৩২) ও এজাহারভুক্ত মোঃ জাবেদ হোসেন প্রকাশ জাবেদ। আটককৃতদের সোমবার রাঙামাটি জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় বলে কাপ্তাই থানার ওসি মো. মাসুদ জানিয়েছেন।
ওসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৫ নভেম্বর) ভোরে কাপ্তাই থানার এএসআই রবিউল আলম, এএসআই মনিরুল ইসলাম, এএসআই আলউদ্দিন ও সঙ্গীয় ফোর্স চট্টগ্রাম জেলাধীন লোহাগাড়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে কাপ্তাই থানার মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামী নুরুল ইসলামকে আটক করতে সক্ষম হয়।
গত রোববার (২৪ নভেম্বর) থানার এসআই ফরহাদ এবং সঙ্গীয় ফোর্স অপর এক অভিযানে উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের বারঘোনিয়া গেইট এলাকা থেকে কাপ্তাই থানার মামলা নং-০১, তাং-০৬/১১/২৪ এর এজাহারনামীয় আসামী মোঃ জাবেদ হোসেন প্রকাশ জাবেদকে আটক করা হয়। আটক আসামীদ্বয়কে সোমবার রাঙামাটি জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে।