কানাডায় আতঙ্কে দিন পার করছেন এক সময়ের জনপ্রিয় মডেল-অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি। সাতজন করোনা রোগীর সঙ্গে একই বাড়িতে বাস করছেন বলে জানান এ অভিনেত্রী। ২০১২ সাল থেকে শোবিজ থেকে তিন্নি লাপাত্তা। বিয়ে বিচ্ছেদের পর মেয়ে ওয়ারিশাকে নিয়ে থাকেন কানাডার কুইবেকে। ব্যবসা করেন। দূরদেশে যে বাড়িতে তিন্নি থাকছেন সে বাড়ির সাতজন করোনা পজিটিভ। সে বাড়িতেই তিন্নি তার ১১ বছরের মেয়ে ওয়ারিশাকে নিয়ে থাকছেন। তিন্নি জানান, দেড় মাস ধরে ওই বাড়িতে আটকে আছেন তারা।
সাতজন করোনায় আক্রান্ত জানার পর তারা সেখান থেকে চলে যাওয়ার কথা ভেবেছিলেন। পরে সিদ্ধান্ত পাল্টে মাস্ক, হ্যান্ড গ্লাভস, স্যানিটাইজার যোগাড় করে ওই বাড়িতেই রয়ে গেছেন। তিন্নি বলেন, আমার তিন ফুপু কানাডায়। মা-বাবা বাংলাদেশে। প্রতিদিনই ফোনে কথা হয়। মা-বাবার জন্য চিন্তা হচ্ছে। পরিবারের সবার সঙ্গে যোগাযোগ করার জন্য একট চ্যাটগ্রুপ খুলেছি। সেখানে সবাই যোগযোগ করি।