মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): কাপ্তাইয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক অভিযান চালিয়ে তিন দোকানীকে জরিমানা করা হয়েছে বুধবার (২০ নভেম্বর) দুপুরে।
রাঙামাটি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক রানা দেবনাথ কাপ্তাই নতুন বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে নতুন বাজারের আজমীর কুলিং কর্ণারকে ৩০০০ টাকা, স্বাদ কুলিং কর্ণারকে ২০০০ টাকা এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে কর্ণফুলী মেডিকেল হলকে ১৫০০ মিলে মোট ৬৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে কাপ্তাই উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ ইলিয়াছ ও থানার পুলিশ সদস্যরা সহায়তা করেন।