মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসাবে যোগদান করেছেন জিসান বিন মাজেদ।
গত মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে তিনি রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদানের পর একইদিন বিকেল ৩ টায় তিনি কাপ্তাই উপজেলায় যোগদান করেন।
বিসিএস (প্রশাসন) ৩৫ ব্যাচের এই কর্মকর্তা পূর্বতন ইউএনও মো. মহিউদ্দিনের স্থলাভিষিক্ত হলেন।
এরআগে তিনি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা ইউএনও হিসাবে দায়িত্ব পালন করেন। অপরদিকে বদলিকৃত কাপ্তাই উপজেলার বিদায়ী ইউএনও মো. মহিউদ্দিনকে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা ইউএনও হিসাবে বদলি করা হয়েছে।
গত ২৪ অক্টোবর-২০২৪ তারিখে চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশা সাক্ষরিত এক বদলী আদেশে এই তথ্য জানা গেছে।