পরিচর্যার অভাবে বিলীন হচ্ছে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের আইল্যান্ডে রোপন করা গাছ

শফিউল আলম, রাউজান ঃ চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের আইল্যান্ডে রোপন করা বিদেশী খেজুর গাছ পরিচর্যা না করায় মরছে। চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক ৪ লেইন সড়ক নির্মান কাজ শেষ করার র্প সড়কের রাউজান অংশে রাউজান পৌরসভার জানালী হাট থেকে রাউজান রাবার বাগান পর্যন্ত সড়কের মাঝখানের আইল্যান্ডে সাবেক সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী ৬শতের অধিক বিদেশী খেজুর গাছের চারা রোপন করেন ।

সড়কের আইল্যান্ডে রোপন করা বিদেশী খেজুর গাছের চারা রোপন করার পর থেকে খেজুর গাছের পরিচর্যা, খেজুর গাছের গোড়ালীতে পানি দেওয়ার কাজ করেন রাউজান পৌরসভা । রাউজান পৌরসভার সাবেক মেয়র জমির উদ্দিন পারভেজ সড়কের আ্ইল্যান্ডে রোপন করা খেজুর গাছ পরিচর্যা করতো শ্রমিক দিয়ে । গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ ও পৌর কাউন্সিলরগন আর্ত্নগোপনে চলে যায় । পরবর্তী বর্তমান অন্তবর্তীকালিন সরকার রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ সহ সকল কাউন্সিলরদের পদ থেকে অপসারন করেন । রাউজান পৌরসভার প্রশাসক হিসাবে দায়িত্ব প্রদান করেন রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি রিদুয়ানুল ইসলামকে। গত ৫ আগষ্ট থেকে সড়কের আইল্যান্ডে রোপন করা বিদেশী খেজুর গাছের চারা পরিচর্যা করার কেউ নেই। খেজুর গাছের গোড়ালীতে পানি না দেওয়ায় খেজুর গাছের চারা গুলো মরছে ।

সড়কের আইল্যন্ডে রোপন করা বিদেশী খেজুর গাছের ডালপালা মেলে সড়কের সৌন্দর্য সৃষ্টি করলেও খেজুর কিছু কিছু এলাকায় খেজুর গাছের গোড়ালীতে দুস্কৃতকারীরা লবন দিয়ে খেজুর গাছ গুলো মারছে বলে এলাকার লোকজন জানান । রাউজান উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা সনজিব কুমার সুশীল বলেন, সড়কের আইল্যান্ডে রোপন করা খেজুর গাছ গুলো আরব দেশের মরুভুমিতে খেজুর গাছের বাগান করা হয় । আরব দেশের মরুভুমিতে চাষাবাদ করা খেজুর গাছ আমাদের দেশে ও চাষাবাদ করা সম্ভব । তবে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক ৪ লেইন সড়কের আইল্যান্ডে বিদেশী খেজুর গাছ রোপন করা হয়েছে তাতে মাটির গভীরতা নেই । আইল্যান্ডে মাটির গভীরতা ২০ ইঞ্চি। আইল্যান্ডের নিচে সড়ক আর সি,সি দিয়ে ঢালাই করে সড়ক নির্মান করা হয়েছে । যার ফলে খেজুর গাছের শেকড় মাটির নিচে যেতে বাধাগ্রস্থ হয়ে মারা যাচ্ছে ।

এ ব্যাপারে রাউজান পৌরসভার প্রশাসক রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি রিদুয়ানুল ইসলাম বলেন, চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের আইল্যান্ডে রোপন করা বিদেশী খেজুর গাছের পরিচর্যার জন্য পৌরসভার মধ্যে কোন বরাদ্ব নেই । পুর্বে সাবেক মেয়র তার ব্যক্তিগত অর্থে খেজুর গাছের চারার পরিচর্যা করতো । আমি ফায়ার সার্ভিসকে বলেছি সড়কের আইল্যান্ডে রোপন করা খেজুর গাছে পানি দিতে । এ বিষয়ে রাউজান উপজেলা নির্বাহী অফিসার অংগজ্যাই মারমা বলেন, সড়কের আইল্যান্ডে রোপন করা খেজুর গাছ গুলোর শেকড় মাটির গভীরে যেতে বাধাপ্রাপ্ত হয়ে মরছে । আইল্যান্ডের নিচে সড়ক ঢালাই করে নির্মান করা হয়েছে । উপজেলা পরিষদের সভায় বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করে সড়কের আইল্যান্ডের মধ্যে রোপন করা বিদেশী খেজুর গাছের চারা তুলে নিয়ে অন্য স্থানে রোপন করার ব্যবস্থা করা হবে ।

উল্লেখ্য, সড়ক ও জনপথ বিভাগের আওতায় ছয় শত ৩৩ কোটি ব্যয়ে উন্নয়নের আওতায় আসা চট্টগ্রাম-রাঙামাটি ৮০ ফুট প্রসস্থ চার লেইন মহাসড়কটি এখন এই অঞ্চলের মানুষের স্বপ্নের সড়ক। বিশেষ করে রাউজানের প্রবেশমুখ সর্ত্তারঘাট থেকে উপজেলার শেষাংশ ঢালামুখ পর্যন্ত চার লেইন সড়ক পথটির কাজ শেষ হওয়ায় মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। সড়ক বিভাগের তথ্যানুসারে হাটহাজারী থেকে রাউজানের শেষ সীমানা পর্যন্ত ১৮ দশমিক ৩ কিলোমিটার দৈর্ঘ্য চার লেন সড়কটির উন্নয়ন কাজ শেষ করার এখন করা হচ্ছে সড়ক পাশের নালা ও ডিভাইডারে সৌন্দর্য্যবর্ধনের কাজ। দেখা গেছে সড়ক ডিভাইডারে সারি সারি বিদেশি খেজুর চারা। দুই বছর আগে রোপন করা এসব চারা গাছ বেড়ে উঠে সড়কটির সৌন্দর্য্য বহুগুন বাড়িয়ে দিয়েছে সড়কের আইল্যান্ডে রোপন করা খেজুর গাছ । সড়কের আইল্যান্ডে খেজুর গাছের চারা ছাড়া ও সড়কের বিভিন্ন স্থানে এলাকার স্থানীয় বাসিন্দ্বারা সব্জি ক্ষেতের চাষাবাদ করছে।