চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অভিযান চালিয়ে ৫৬.৫ লিটার দেশীয় মদসহ উত্তম সরকার (৪৫) নামের এক মদ ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী।
আটককৃত চিহ্নিত মাদক ব্যবসায়ী উত্তম সরকার উপজেলার ২নং ওয়ার্ড গুজরা গ্রামের নেপাল সরদারের ছেলে।
মঙ্গলবার (১২) নভেম্বর রাত সাড়ে তিনটার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের গুজরা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সেনাবাহিনী সুত্রে জানায়, আসামি উত্তম সরকার ও তার পিতা নেপাল সরদার চিহ্নিত দেশীয় মদ ব্যবসায়ি। তারা বিভিন্ন জায়গা থেকে দেশীয় মদ এবং মদ তৈরীর কাঁচামাল নিয়ে এসে স্থানীয় মাদক সেবনকারীদের কাছে বিক্রয় করে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে ওই মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে দেশীয় মদ সহ উত্তম সরকারকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ নাফিস সাদিক রিফাত জানান, স্থানীয় বিশ্বস্ত সোর্স এবং এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে মধ্যরাতে অভিযান চালিয়ে মদ সহ একজন চিহ্নিত মদ ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাকে এবং উদ্ধারকৃত মদ আনোয়ারা থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনির হোসেন জানান, যৌথবাহিনীর অভিযানে দেশীয় মদ নিয়ে গেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে জেল হাজতে পাঠানো হয়েছে।











