‘পর্যটন বন্ধ করে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করা যাবে না’

প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে চার মাস পর্যটকদের যাতায়াত ও অবস্থান সীমিত করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ট্যুর অপারেটরসহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে আগারগাঁওয়ে পরিবেশ অধিদফতরের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, পর্যটক যাতায়াত ও অবস্থান সীমিত করার সিদ্ধান্তে হুমকির মুখে পড়েছে দ্বীপটির ১০ হাজার মানুষের জীবন-জীবিকা। ক্ষতিগ্রস্ত হচ্ছেন পর্যটন ব্যবসায়ীরা। তাই পর্যটন বন্ধ করে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করা যাবে না।

এ অবস্থায় অন্তর্বর্তী সরকারকে সিদ্ধান্ত প্রত্যাহার করতে দুদিনের সময় বেঁধে দেয় সেন্টমার্টিন দ্বীপ পরিবেশ ও পর্যটন রক্ষা উন্নয়ন জোট। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন জোটের নেতারা।

গত ২২ অক্টোবর প্রবালদ্বীপ সেন্টমার্টিনে পর্যটক সীমিত করার সিদ্ধান্তের কথা জানায় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। বলা হয়, নভেম্বরে রাত্রিযাপন নিষিদ্ধ থাকবে এবং ডিসেম্বর-জানুয়ারি প্রতিদিন দুই হাজারের বেশি মানুষ যেতে পারবে না। ফেব্রুয়ারি মাসে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য সেন্টমার্টিন বন্ধ থাকবে।