স্ত্রী-সন্তানকে হারিয়ে উদ্বেগে রাউজানের প্রবাসী নাছির

নিখোঁজ না অপহরণ তদন্তে পুলিশ
শফিউল আলম, রাউজানঃ রাউজানে হারিয়ে যাওয়ার ২০দিন পরও কোন সন্ধান মেলেনি নাহারু আক্তার (৩৯) ও পুত্র মুনতাসির আহমেদ (৮) এর। গত ৮ অক্টোবর হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা এলাকার একটি বাজার থেকে তারা নিখোঁজ হয়েছেন।

জানা যায়, রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের মইশকরম গ্রামের প্রবাসী নাছির উদ্দিনের স্ত্রী নাহারু আক্তার ও তাদের একমাত্র পুত্র সন্তান মুনতাসির স্থানীয় মাদার্শা ইউনিয়নের মদুনাঘাট এলাকায় সকালে কাঁচা বাজার করতে যায়। সেখান থেকে মা-পুত্র অপহরণ অথবা নিখোঁজ হয় বলে ধারণা পরিবারের। মায়ের সাথে নিখোঁজ পুত্র স্থানীয় জিয়াউল উলুম মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র।

স্ত্রী-পুত্র হারানোর ২০দিন অতিবাহিত হলেও বাড়ি না ফেরায় গভীর উদ্বেগে রয়েছে প্রবাসী নাছির উদ্দিন। তিনি বলেন, বিভিন্ন জেলা উপজেলায় থাকা আত্বীয় স্বজনদের বাড়িতে সন্ধান করেও স্ত্রী সন্তানের খবর পাওয়া যায়নি।

হাটহাজারী থানায় সাধারণ ডাইরী করে অবহিত করেছি। একই সাথে রাউজান থানাকে মৌখিক ভাবে সন্ধানের জন্য অবহিত করা হয়েছে। পুলিশ আমাকে জানিয়েছে নিখোঁজের সন্ধানে বিভিন্ন থানায় ছবি পাঠিয়েছে তাঁরা। রাউজান ও হাটহাজারী থানা পুলিশ জানিয়েছে, প্রবাসীর স্ত্রী-পুত্র নিখোঁজ না অপহরনের শিকার তাহা তদন্ত করে দেখা হচ্ছে।