ইসরাইলকে নির্মম পরিণতি ভোগ করতে হবে: ইরান

সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর জন্য ইসরাইলকে ‘নির্মম পরিণতি’ ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ডের শীর্ষ কমান্ডার হোসেইন সালামি।

হোসেইন সালামিকে উদ্ধৃত করে ইরানি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ইসরাইল বিমান হামলা চালিয়ে তাদের ‘খারাপ লক্ষ্য’ অর্জনে ব্যর্থ হয়েছে।

সালামি আরও বলেন, গাজা ও লেবাননে ইরানের প্রক্সি বাহিনীর সঙ্গে লড়াই চলাকালে তেহরানে ইসরাইলি হামলা ‘ভুল গণণা’ ও তাদের ‘অসহায়ত্বের’ চিহ্ন। আর এ হামলার জন্য ইসরাইলকে যে নির্মম পরিণতি ভোগ করতে হবে, তা অকল্পনীয় বলেও সতর্ক করেন তিনি।

কয়েক মাস ধরেই গাজা ও লেবাননে আগ্রাসনের সূত্র ধরে একে অন্যের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে ইসরাইল ও ইরান। চলতি মাসের ১ তারিখে ইসরাইলে প্রায় ১৮১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। যদিও এর বেশিরভাগই প্রতিহত করার দাবি করেছে তেল আবিব।

ইরানের এ হামলার প্রতিবাদে দেশটির সামরিক ঘাঁটি লক্ষ্য করে শনিবার (২৬ অক্টোবর) বিমান হামলা চালায় ইসরাইল। এতে চারজন ইরানি সেনা নিহত হন।

এ হামলার যথাযথ জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্টও। রোববার (২৭ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ইসরাইলের সঙ্গে যুদ্ধ চায় না তেহরান। তবে তেল আবিবের হামলার ‘যথাযথ জবাব’ দেবে তার দেশ।

এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরাইলের হামলা নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, ‘এটা কর্তৃপক্ষ নির্ধারণ করবে যে তারা কীভাবে ইরানি জনগণের ইচ্ছা ও শক্তিকে ইসরাইলি সরকারের কাছে পৌঁছে দেবে এবং দেশ ও জাতির স্বার্থ রক্ষায় ব্যবস্থা নেবে।’