ঈদগাঁওয়ে উপজেলা ভবন নির্মাণের স্থান পরিদর্শন করেছে পরিবেশ অধিদপ্তর

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও উপজেলা কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেছে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের পরিদর্শক নুসাইব ইবনে রহমান ও তার সহকর্মীরা নির্ধারিত স্থানে গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।

পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র প্রদানের প্রক্রিয়ার অংশ হিসেবেই এই পরিদর্শন করা হয়েছে। আপাতত অনাপত্তিকর কিছু চোখে পড়েনি। আশা করছি, সদর দপ্তর থেকে ছাড়পত্র পাওয়া গেলে উপজেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হবে।