চবি’র সুষ্ঠু-শান্তিপূর্ণ পরিবেশ সম্পর্কে প্রতিনিধি দলের সন্তোষ প্রকাশ

চবি উপাচার্যের সাথে ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্যে সাক্ষাৎ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এর সাথে ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল ২৮ আগস্ট(সোমবার) দুপুর ১:০০ টায় উপাচার্যের অফিস কক্ষে সৌজন্যে সাক্ষাৎ করেন।

এসময় চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম এবং চবি কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ও চবি লোকপ্রশাসন বিভাগের প্রফেসর ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ উপস্থিত ছিলেন। ভারতীয় প্রতিনিধি দলের সদস্যরা হলেন, সিকিম বিশ্ববিদ্যালয় স্কুল অব সোস্যাল সায়েন্সেস এর প্রফেসর ও পলিটিকেল সায়েন্স বিভাগের চেয়ারপার্সন দূর্গা প্রসাদ ছেত্রী, কলকাতা সেন্ট জেভিয়ার’স বিশ্ববিদ্যালয়, জেভিয়ার ল’ স্কুল এর পলিটিকেল সায়েন্স এন্ড পাবলিক এডমিনিস্ট্রেশন প্রফেসর ড. প্রভাত কুমার দত্ত, কাশিপুর উত্তরাখন্ড ইন্ডিয়ান ইনষ্টিটিউট অব ম্যানেজমেন্ট এর প্রফেসর এন্ড সেন্টার ফর পাবলিক পলিসি এন্ড গভর্নমেন্ট এর চেয়ারপার্সন ড. কে. এম. বাহারুল ইসলাম, মিজোরাম খ্রিষ্টিয়ান কলেজ, আইজল, মিজোরাম এর ভাইস প্রিন্সিপাল ড. লাল থাসাংগা সি।

মাননীয় উপাচার্য অতিথিদের চট্টগ্রাম বিশ^বিদ্যালয় সবুজ ক্যাম্পাসে স্বাগত জানান। তিনি অতিথিদের চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ সম্পর্কে অবহিত করেন। অতিথিবৃন্দ চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের একাডেমিক পরিবেশসহ সার্বিক কার্যক্রমের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের কথা জেনে অত্যন্ত খুশি হন এবং সন্তোষ প্রকাশ করেন।