উত্তর গাজার পুলিশপ্রধান মাজেন আল-কাহলুতকে হত্যা করেছে ইসরাইলি সেনাবাহিনী। সম্প্রতি জাবালিয়া শরণার্থী শিবিরের আল-ইয়ামান আল-সাইদ হাসপাতালের কাছে ইসরাইলি ড্রোন হামলায় তিনি আহত হন।
এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, ইসরাইলি বাহিনী উত্তর গাজা স্ট্রিপের পৌর পুলিশের পরিচালককে হত্যা করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি সংবাদমাধ্যমটি।
এদিকে গাজার সরকারি মিডিয়া অফিস বলেছে, গাজার উত্তরের জাবালিয়া শরণার্থী শিবিরে গত ১৯ দিনে ইসরাইলের ধারাবাহিক হামলায় অন্তত ৭৭০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময় এক হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে।
এক বিবৃতিতে মিডিয়া অফিস বলেছে, দখলদার বাহিনী নারীসহ দুই শতাধিক বেসামরিক নাগরিককে ‘অপহরণ’ করেছে। এছাড়া আরও বেশকিছু মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছে।
গাজায় এক বছরের বেশি সময় ধরে চলা ইসরাইলি হামলায় ৪২ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আর আহত হয়েছেন এক লাখেরও বেশি। এছাড়া ইসরাইলি হামলায় ধ্বংস হওয়া ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে আরও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।