কাপ্তাই প্রতিনিধি:
কাপ্তাই উপজেলাধীন রাইখালীতে জ্বালানী কাঠ বোঝাই চাঁদের গাড়ি (নং-চট্টগ্রাম চ-০০-০০৯৭) খাদে পড়ে জাহেদ (১৪) নামের এক কিশোর নিহত এবং গাড়ির ড্রাইভার গুরুতর আহত হয়েছে।
রোববার (১৬ডিসেম্বর) দুপুরে উপজেলার রাইখালী ইউনিয়নের কারীগর পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত জাহেদ ওই গাড়ির হেলপার।
স্থানীয় সূত্রে জানা গেছে- গাড়িটি জ্বালানী কাঠ নিয়ে কাপ্তাই থেকে কারিগড় পাড়ায় যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাহাড়ের নিচে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে গাড়ির হেলপার নিহত হয়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে চন্দ্রঘোনা থানার এসআই নজরুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে ।