“ছাত্র-জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার”

কক্সবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। “ছাত্র-জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে এক র‍্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নিরাপদ সড়ক চাই- কক্সবাজার জেলা শাখা আয়োজিত এই র‍্যালিতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্র্যাফিক) মো. জসিম উদ্দীন চৌধুরী।

নিরাপদ সড়ক চাই কক্সবাজার জেলা শাখার সভাপতি ও দৈনিক মেহেদী সম্পাদক জসিম উদ্দিন কিশোরের নেতৃত্বে র‍্যালিতে সংগঠনের সদস্যরা অংশ নেন।

র‍্যালি শেষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন।

বিআরটিএ কক্সবাজার সার্কেলের সহকারী পরিচালক উথোয়াইনু চৌধুরীর সঞ্চালনায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা শিক্ষা অফিসার মো. নাসির উদ্দিন, কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মো. মাহবুবুর রহমান, ছাত্র প্রতিনিধি আরিফ।

অনুষ্ঠানে কক্সবাজারে বিভিন্ন সময়ে নিহত ও আহতদের পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।

র‍্যালি ও আলোচনা সভায় অন্যদের মধ্যে অংশ নেন- সেবক সংগঠন, কক্সবাজার জেলা শাখার সভাপতি মো. ওসমান গনি, নিরাপদ সড়ক চাই (নিসচা) কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি আমিরুল ইসলাম দুলু, সহ-সভাপতি মোয়াজ্জেম হোসাইন সাকিল, সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. হাকিম আলী, মুহাম্মদ আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক মনজুর আলম, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাশেম, প্রকাশনা সম্পাদক আবু নোমান, আইন বিষয়ক সম্পাদক রাবেয়া সুলতানা রবি, সাংস্কৃতিক সম্পাদক তালেব মাহমুদ, সমাজ কল্যাণ সম্পাদক শহিদুল আলম বুলবুল, মহিলা বিষয়ক সম্পাদক পারভীন সুলতানা পিয়া, সদস্য মো. মিজবাহ উদ্দীন ইবাদ, ফরিদুল আলম, খদিজা বেগম, জিন্নাত আরা বেগম, আরজুমান আরা বেগম, ড্রাইভার কামাল উদ্দিন, রুবেল সিকদার প্রমুখ।