২রা মে শনিবার বিকালে নগরীর মুরাদপুরস্থ মোহাম্মদপুরে মদিনা ইসলামী মিশনের চেয়য়ারম্যান সমাজহিতৈষী মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন আশরাফী পক্ষে অর্ধশত অসহায় মানুষদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন মুরাদপুর মহল্লা কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক তসলিম খাঁ। এ সময় তিনি বলেন, “এভাবে নিজ নিজ পাড়া-মহল্লায় স্থানীয় সমাজসেবক ও সাহিত্যিকদেরও উচিত কর্মহীন অসহায়দের খুঁজে বের করে তাদের জন্য কিছু করা।” এই সময় উপস্থিত ছিলেন মদিনা ইসলামি মিশন বাংলাদেশ এর অর্থ সচিব সুলতান উদ্দিন বেলাল, বিশিষ্ট সমাজ সেবক ও তরুণ ইসলামী চিন্তাবিদ যিকরু হাবিবীল ওয়াহেদ, শ্রমিক নেতা মুহাম্মদ রফিক সহ বেশ কয়েকজন তরুণ সংগঠক। প্রেস রিলিজ।