শুক্রবার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রামের পটিয়ার পৌরসদরের কাগজী পাড়া আল্লাই ১নং ওয়ার্ড মডেল মসজিদের পাশে মাস্টার কলোনিতে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩০ বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
বৈদ্যুতিক ট্রান্সফরমারে শর্ট সার্কিটের আগুন স্থানীয় ফোম ফ্যাক্টরিতে পড়ে আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়। এ দুর্ঘটনায় ৭০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।
এতে ইন্দ্রপুল লবণ শ্রমিকসহ বিভিন্ন নিম্ম আয়ের মানুষের থাকার ৩০ বসতঘর সম্পূর্ণরুপে পুড়ে শ্রমিকরা নিঃশ্ব হয়ে পড়ে।
স্থানীয় অধিবাসী শাহাদাত হোসেন অভি জানান, রাত ১টার দিকে কলোনির পাশে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে শর্ট সার্কিটে আগুনের শিখার সৃষ্টি হয়। এ আগুনের শিখা পাশ্ববর্তী তালুকদার ফোম ফ্যাক্টরির চালায় পড়ে আগুন লেগে যায়। এতে আগুন কলোনিতে দ্রুত ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ২০ মিনিট পর ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাস্থলে আসলেও, তাদের মেশিন তাৎক্ষণিক নষ্ট হয়ে যাওয়ায় আগুন নিভাতে পারেনি বলে স্থানীয়রা অভিযোগ করেন।
পরে স্থানীয়রা পাশ্ববর্তী মডেল মসজিদের গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে সেখান থেকে পানির পাইপ দিয়ে আগুন নেভাতে প্রানান্তকর চেষ্টা চালালেও ততক্ষণে ৩০ বসতঘর সম্পূর্ণ পুড়ে ধ্বংসস্তুপে পরিণত হয়।
জানতে চাইলে পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সাইদুল ইসলাম জানান, আগুন লাগার পর স্থানীয়রা জরুরি পরিসেবা নাম্বার ৯৯৯ এ ফোন দেয়। আমরা পরে জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে গেলেও, ফোম কারখানায় কেমিক্যালের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।