মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): মাদক মুক্ত পরিবেশে সুস্থ সাবলীল প্রজন্ম গঠন ও যুব সমাজকে ক্রীড়ামুখী এবং মাঠমুখী করার প্রত্যয়ে কাপ্তাই উপজেলাধীন কর্ণফুলী সরকারি কলেজ মাঠে ক্রিকেট পিচের উদ্বোধন করা হয়েছে।
শহীদ সামুসুদ্দীন আহমেদ তিবরীজি স্মৃতি সংঘের সহযোগিতায় ও কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের পৃষ্ঠপোষকতায় ওই ক্রিকেট পিচের উদ্বোধন করা হয় বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে। কাপ্তাই ইউএনও মো. মহিউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এই পিচের উদ্বোধন করেন।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, শহীদ সামুসুদ্দীন আহমেদ তিবরীজি স্মৃতি সংঘের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেন, কর্ণফুলী সরকারি কলেজের প্রভাষক জসিম উদ্দিন, কাপ্তাই আল আমিন নুরিয়া মাদ্রাসার শিক্ষক আব্দুল কাদের, কাপ্তাই সনাতন যুব পরিষদের সাধারণ সম্পাদক অভি সাহা, ক্লাবের সদস্য আলী ইয়াকুব সহ অন্যান্য খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।