চবি উপাচার্যকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার ফলাফলের রির্পোট হস্তান্তর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলের রিপোর্ট ১৭ অক্টোবর(বৃহস্পতিবার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের নিকট তাঁর অফিস কক্ষে সকাল ১০:৩০ টায় হন্তান্তর করেন চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব নাসিমা পারভীন। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের মোট ২৯৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ২৮৪ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। অত্র প্রতিষ্ঠানে এবারের এইচএসসি পরীক্ষায় পাশের শতকরা হার ৯৫.৯৫%; যার মধ্যে ৩৩ জন পরীক্ষার্থী তিন বিভাগ থেকে জিপিএ ৫ পাওয়ার গৌরব অর্জন করেন।
চবি মাননীয় উপাচার্য এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীসহ সাফল্য অর্জনকারী সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একইসাথে তিনি যে সকল শিক্ষার্থী আশানুরূপ ফলাফল অর্জন করতে ব্যর্থ হয়েছেন তাদেরকে পড়ালেখায় আরও মনোযোগী হবার পরামর্শ দেন। মাননীয় উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষকদের অধিকতর দায়িত্বশীল হয়ে আন্তরিকতার সাথে শিক্ষার্থীদের পাঠদানের আহবান জানান।