খাসখালী খালের দু’পাড়ে ফসলী জমিতে বাম্পার ফলনে কৃষকরা লাভবান হচ্ছে

শফিউল আলম, রাউজান: রাউজান পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের শরীফ পাড়া, হাজি পাড়া, পালিত পাড়ার ১শ২০ জন কৃষক খাসখালী খালের দু তীরে ৫০ একর জমিতে বিভিন্ন সবজির চাষাবাদ করে। প্রতি বছর বিপুল পরিমাণ উৎপাদিত সবজি কৃষকেরা বাজারে বিক্রি করে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করে আসছে। সরেজমিন পরিদর্শনকালে দেখা যায় এলাকার কৃষকরা তাদের উৎপাদিত সবজি বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছে। খালের দু তীরের জমিতে উপজেলা কৃষি অধিদপ্তর থেকে সেচের সুবিধার জন্য ৮ অশ^শক্তিসম্পন্ন মোটরসহ সেচ সরঞ্জাম দিয়েছে ।

শুষ্ক মৌসুমে সেচের সুবিধার খাল খনন করে দিয়েছে । খাসখালী খাল খনন করায় কৃষকেরা তাদের ক্ষেতে সেচ সুবিধা পাচ্ছে। অপরদিকে বর্ষা মৌসুমে ঢলের পানি দ্রুত নেমে যাওয়ার ফলে জলাবদ্ধতার অভিশাপ থেকে কৃষকেরা মুক্তি পেয়েছে। কৃষকদের নিয়ে রাউজান উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আই, পি এম ক্লাব গঠন করে দেয় । এলাকার কৃষকরা নিজেরাই স্বেচ্ছাশ্রমে খালের তীরে আই, পি এম ক্লাবের অফিস নির্মাণ করেছে । ক্লাবের সামনে সবজি ধোয়ার জন্য কৃষকেরা নিজেরাই তাদের অর্থ দিয়ে স্বেচ্ছাশ্রমে পাকাঘাট নির্মান করে। খাসখালী খালের দুপাড়ের শরীফ পাড়া, হাজী পাড়া এলাকায় শীতের মৌসুমে ফুলকপি, বাধাকপি, মুলা, শালগম, শষা, আলু, বাদাম, মরিচ, বরবটি, ঝিঙ্গা, পরুল, ধন্যাপাতা, পুটিনা পাতা, সরিষা, পেয়াজ, লাউ, মিষ্টি কুমড়া, লাল শাক, বর্ষার মৌসুমে বিভিন্ন প্রজাতির কচু, শাক, কইদ্যা, পটল ক্ষেতের চাষাবাদ করেন কৃষকরা । এছাড়া ও খাসখালী খালের দুপাড়ে কলা, পেপেঁ গাছ রোপন করে কৃষকরা কলা ও পেপেঁ উৎপাদন করেন সারা বৎসর। ক্ষেতে কাজ করা রাউজান সরকারি কলেজের শিক্ষার্থী বলেন, তার পিতা ্এয়াকুব বিভিন্ন জাতের সবজি চাষাবাদ করেন। চাষাবাদে খরচ হয় ৫০ হাজার টাকা । এপর্যন্ত ১লাখ টাকার সবজি বিক্রি করেন। আরো ৫০ হাজার টাকার কচু বিক্রি করতে পারবেন ।

লেখপড়ার পাশাপশি কলেজ শিক্ষার্থী বেলাল তার পিতা কৃষক এয়াকুবকে ক্ষেতে কাজ করে সহায়তা করে বলে জানান। এলাকার কৃষক জাহাঙ্গীর আলম, জহুর মিয়া বলেন, খাসখালী খালের দু তীরের ফসলী জমিতে সব্জি ক্ষেতের চাষাবাদ করে এলাকার শতাধিক কৃষক । এলাকার শতাধিক কৃষক ক্ষেতের চাষাবাদ থেকে উৎপাদিত সব্জি বাজারে বিক্রয় করে পরিবার পরিজন নিয়ে স্বাচ্ছন্দে জীবন যাপন করে আসছে । রাউজান উপজেলা কৃষি অফিসার মাসুম কবির বলেন, খাসখালী খালের দু তীরে জমিতে প্রতি বৎসর কোটি টাকার সব্জি উৎপাদিত হয়। রাউজান উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর সব্জি ক্ষেতের চাষাবাদে কৃষকদের বিভিন্ন প্রকার সহায়তা প্রদান করেন । রাউজান উপজেলা উপ সহকারী কৃষি অফিসার সঞ্জয় কুমার চন্দ বলেন, রাউজান পৌরসভার শরীফ পাড়া, হাজি পাড়া, পালিত পাড়া এলাকার কৃষকেরা খালের দু তীরে জমিতে চাষাবাদ করে। এলাকার কৃষকের উৎপাদিত ফসল রাউজান ফকির হাট বাজার, রমজান আলী হাট, জলিল নগর বাস স্টেশনসহ রাউজানের বিভিন্ন এলাকার বাজারে বিক্রি করা হয় ।