চবি দৈনিক মজুরী ভিত্তিতে নিয়োজিত কর্মচারীদের ইফতার সামগ্রী বিতরণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দৈনিক মজুরী ভিত্তিতে নিয়োজিত কর্মচারীদের ইফতার সামগ্রী ও চবিতে অধ্যায়নরত অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ‘এসো মানুষের জন্য কিছু করি’ সংগঠনের প্রতিষ্ঠাতা রেজাউল করিমের পক্ষ থেকে চবির প্রশাসনিক ভবনের সামনে ৫০ জন কর্মচারিকে ইফতার সামগ্রী ও ২০ জন শিক্ষার্থীকে নগদ অর্থ তুলে দেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

এ সময় চবি প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহম্মদ, চবি অফিসার সমিতি ও কর্মচারী ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।

চবি উপাচার্য এ দুর্যোগে স্বল্প আয়ের মানুষের কল্যাণে এগিয়ে আসায় রেজাউল করিমকে ধন্যবাদ জানান। তিনি গরীব, অসহায় ও স্বল্প আয়ের মানুষের সাহায্যে দেশের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।