এডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক বাশঁখালী কলেজের সভাপতি মনোনীত


প্রিয় চট্টগ্রাম: চট্টগ্রাম আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সম্পাদক এডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক বাশঁখালী কলেজ এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (২ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিক সরকার সই করা কলেজের অধ্যক্ষ বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, এডহক কমিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভুক্ত কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯ এর অধিনে কার্যক্রম পরিচালনা ও সম্পাদন করবেন ।

এডহক কমিটিতে পদাধিকার বলে কলেজের অধ্যক্ষ সদস্য সচিব করা হয়েছে। বাকি ৩ জনের মধ্যে একজন বিদ্যোৎসাহী সদস্য এবং দুইজন সদস্য হিসেবে কমিটিতে রয়েছে।

এডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক বাশঁখালী কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ, সামাজিক সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।