সাদা মেঘ আর শ্বেত শুভ্র কাশ ফুল বলে দেয় শরৎ এসেছে। মাসটির অপেক্ষায় মুখিয়ে থাকেন সনাতন ধর্মের অনুসারীরা। কেননা এসময় বাবার গৃহে আসেন দূর্গতিনাশিনী দেবী দূর্গা। তার আগমনে ঢাকের বোল, শাঁখের ধ্বনি, কাসার থাল বেজে ওঠে প্রাণ খুলে। শুরু হয় শারদীয় দুর্গোৎসব। এসময় পূজার পরিকল্পনা ও ব্যস্ততায় কাটে হিন্দু সম্প্রদায়ের দিন।
দুর্গোৎসব দোল দিয়েছে ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের মনে। আজ বুধবার মহালয়ার দিনে নায়িকা সেজে উঠেছেন দেবীর সাজে। দেবীপক্ষের শুরুর দিন ঢাকা মেইলের সঙ্গে ভাগ করে নিয়েছেন পূজার পরিকল্পনা।
এবার পূজায় রাজধানীর বাইরে যাচ্ছেন না। এরকম জানিয়ে মিম বলেন, ‘এবার ঢাকাতেই পূজা কাটানোর পরিকল্পনা রয়েছে। বিভিন্ন মন্ডপে ঘুরব।’
মিমের শ্বশুরবাড়ি কুমিল্লা। উৎসবের সময় সেখানেও যাচ্ছেন না। তার কথায়, ‘রাস্তাঘাটে বেশ যানজট থাকে। সেকারণে যেতে চাচ্ছি না। এছাড়া আমার মায়ের শরীর খারাপ। পূজা শেষে ডাক্তার দেখাতে মাকে নিয়ে দেশের বাইরে যাব। সেকারণে আপাতত কোথাও যাওয়ার পরিকল্পনা নেই।’
এদিকে দেশের পট পরিবর্তনের পর কিছুটা স্থবির বিনোদন অঙ্গন। গা ঝাড়া দিয়ে ওঠেনি এখনও। কাজের খবর জানতে চাইলে মিমের কণ্ঠেও সেরকম শোনা গেল। তিনি বলেন, ‘এখনও তো সিনেমার শুটিং সেভাবে শুরু হয়নি। সবই ঝুলে আছে। তবে আমি ব্র্যান্ড অ্যাম্বেসেডর হিসেবে অনেক ব্র্যান্ডের সঙ্গে জড়িত আছি। সেসবের বেশ ব্যস্ততা আছে। বিজ্ঞাপনের শুটিং চলছে।’
ঢালিউডের শীর্ষ নায়িকা মিম। তার রয়েছে বড় একটি ভক্তগোষ্ঠী। সিনেমা হলে তাকে দেখতে মুখিয়ে আছেন তারা। মিমেরও মাথায় আছে তাদের কথা।তিনি বলেন, ‘তাদের ব্যাপারটা জানি। তারা আমাকে নতুন সিনেমায় দেখতে চান। আমিও চাই। বলতে পারেন অস্থির হয়ে আছি। চাইলে এরমধ্যে অনেক কাজ করতে পারতাম। হাতে প্রচুর প্রজেক্ট এসেছে। কিন্তু সেসব মানসম্মত ছিল না। ফলে ১০-১২টার মতো কাজ আমি ফিরিয়ে দিয়েছি। কেননা সেগুলো করলে না আমি সন্তুষ্ট হতে পারতাম না আমার ফ্যানেরা।’
সবশেষে আশার বার্তা দেন মিম। বলেন, ‘তাদের (ফ্যান) কথা ভেবেই অপেক্ষা করছি। কেননা আমার বিশ্বাস দিন শেষে ভালো কিছু আসবে। এরইমধ্যে নতুন কাজ নিয়ে কথা হচ্ছে। আগে থেকে বলতে চাইছি না। সব চূড়ান্ত হলে জানাব।’
মিমকে সবশেষ দেখা গেছে টলিউডের ‘মানুষ’ সিনেমায়। এতে তার সঙ্গে ছিলেন সুপারস্টার জিৎ। ছবিটি পরিচালক বাংলাদেশের সঞ্জয় সমদ্দার। প্রযোজনায় ছিল জিতের প্রযোজনা প্রতিষ্ঠান জিৎ ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেড।