বাজারে নতুন স্টাইলিশ স্কুটার আনছে বিএমডব্লিউ

বাজারে নতুন স্টাইলিশ স্কুটার আনছে বিএমডব্লিউ। যার মডেল বিএমডব্লিউ সিই ০২। এটি একটি ইলেকট্রিক পাওয়ারট্রেনসহ স্কুটার। যা বৈদ্যুতিক মোটরের মাধ্যমে চালিত হবে। এই স্কুটারের ডিজাইন মূলত ফিউচারিস্টিক। অর্থাৎ ভবিষ্যতে এই ধরনের ডিজাইনের স্কুটার পাওয়া যাবে।

জার্মান গাড়ি-বাইক নির্মাতা বিএমডব্লিউ শিগগিরই এই ব্যাটারিচালিত স্কুটার বাজারে আনছে। ১ অক্টোবর মাসেই দ্বিচক্র যানটি বাজার আসার কথা রয়েছে।

এর আগে কোম্পানিটি বাজারে নিয়ে এসেছিল বিএমডব্লিউ সিই ০৪ মডেল। এটিও ইলেকট্রিক বাহন। ভারতেই তৈরি হবে বিএমডব্লিউর এই বৈদ্যুতিক যান।

এই ইলেকট্রিক স্কুটারে একটি ফ্ল্যাট সিট দেওয়া হয়েছে। চাঙ্কি এলইডি হেডল্যাম্পও এতে ইনস্টল করা হয়েছে। কোম্পানি দাবি করছে, এই স্কুটারের সামনের অংশে প্রিমিয়াম কম্পোনেন্ট হিসেবে ইউএসডি ফর্ক ব্যবহার করা হয়েছে। এর পেছনে একটি মনোশক ইনস্টল করা হয়েছে। এই স্কুটারে ১৪ ইঞ্চির একটি চাকা লাগানো আছে।

বিএমডব্লিউ স্কুটার একটি শক্তিশালী পিএমএস এয়ার-কুলড বৈদ্যুতিক মোটরের সঙ্গে বাজারে এসেছে। এই মোটরটিতে ব্যাটারি প্যাকের দুইটি বিকল্প পাওয়া যায়। এই ইভিতে ১১ কিলোওয়াটের একটি ব্যাটারি প্যাক রয়েছে যাতে ১৪.৭ বিএইচপি শক্তি উৎপন্ন হয়। এই ব্যাটারি প্যাকের সাহায্যে স্কুটারের টপ স্পিড ওঠে ৯৫ কিমি প্রতি ঘণ্টায়। এর ৪ কিলোওয়াটের ব্যাটারি প্যাকসহ ৫.৩ বিএইচপি শক্তি প্রদান করে, এই ব্যাটারি প্যাকের সঙ্গে টপ স্পিড ৪৫ কিমি প্রতি ঘণ্টায় পাওয়া যায়।

জার্মান গাড়ি নির্মাতা সংস্থা বিএমডব্লিউ এখনও এর সিই ০২ মডেলের দাম প্রকাশ্যে কিছু জানায়নি। তবে এর ইভিটির দাম সিই ০৪-এর থেকে অনেক কম হতে পারে। যেখানে বিএমডব্লিউ সিই ০২ সম্পূর্ণরূপে ভারতে তৈরি, সেখানে এই স্কুটারের দাম হবে ৫ লাখ রুপির মধ্যেই। বিএমডব্লিউ সিই ০৪ ভারতে আনা হয়েছিল ১৪.৯০ লাখ রুপিতে।