ব্যারিস্টার মীর হেলাল নাজির হাট কলেজ ও কুয়াইশ কলেজের সভাপতি মনোনীত

প্রিয় চট্টগ্রাম:

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন কুয়াইশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ সিটি কর্পোরেশন বিশ্ববিদ্যালয় কলেজ ও নাজির হাট বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি মনোনীত হয়েছেন।

গতকাল রবিবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিক সরকার সই করা কলেজের অধ্যক্ষ বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, এডহক কমিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভুক্ত কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯ এর অধিনে কার্যক্রম পরিচালনা ও সম্পাদন করবেন ।

এডহক কমিটিতে পদাধিকার বলে কলেজের অধ্যক্ষ সদস্য সচিব করা হয়েছে। বাকি ৩ জনের মধ্যে একজন বিদ্যোৎসাহী সদস্য এবং দুইজন সদস্য হিসেবে কমিটিতে রয়েছে।

ব্যারিস্টার মীর হেলাল কুয়াইশ কলেজ ও নাজির হাট কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ , সামাজিক সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।