শফিউল আলম, রাউজানঃ আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদ সাথে রাউজান থানার অফিসার ইনচার্জ মীর মাহাবুবুর রহমানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাউজান থানায় এই মত বিনিময় সভা করা অনুষ্ঠিত হয়।

এসময় পূজা উদযাপন পরিষদের নানা প্রস্ততি ওসিকে অবহিত করেন নেতৃবৃন্দরা। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পূজা উদযাপন কমিটিকে সার্বিক সহযোগিতার আশ^াস দিয়ে বলেন, সাম্প্রদায়িক সম্প্রতি ও ভাতৃত্ববোধ বজায় রেখে সরকারি সকল নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপন হবে রাউজানে।
এছাড়া পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক নিয়োগ করার জন্য অনুরোধ করা করেন। পরে সদ্য যোগদানকারী থানা অফিসার ইনচার্জ মাহাবুবর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদ। এ সময় উপস্থিত ছিলেন রাউজান পৌরসভা পূজা উদযাপন সভাপতি সদীপ দে (সজীব), সিনিয়র সহ সভাপতি তপন চৌধুরী (মনু), সাধারণ সম্পাদক দীপ্ত চৌধুরী, যুগ্ম সম্পাদক কৌশিক শর্মা, অভি চৌধুরী, হ্নদয় চক্রবর্তী প্রমূখ।











