ড্রাম ব্রেক ভার্সনে বাজারে এলো টিভিএস রেইডার ১২৫

টিভিএসের ১২৫ সিসির জনপ্রিয় মোটরসাইকেল রেইডার ১২৫ এবার এলো ড্রাম ব্রেক ভার্সনে। এতদিন এই মডেলটি পাওয়া যেতে ডিস্ক ব্রেক ভার্সনে। এই বাইকের লুক ও ফিচারের কারণে তরুণদের কাছে বেশ জনপ্রিয়। ড্রাম ব্রেক ভার্সন বাজারে আসায় কমল দাম।

কমিউটার মোটরবাইকেও আজকাল স্টাইল খুঁজছেন ক্রেতারা। যে কারণে বাজারে টিভিএস রেইডার ১২৫ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এর যেমন লুক, তেমন ফিচার। এটি ১২৫ সিসির হলেও এতে ১৫০ সিসির অনেক ফিচারই দেওয়া হয়েছে।

ভারতের বাজারে ড্রাম ব্রেক ভার্সনের টিভিএস রেইডার ১২৫ মডেলের দাম ৮৪ হাজার ৪৬৯ রুপি।

নতুন রেইডার ১২৫ মডেলের দুই চাকাতেই ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। দুইরকম পেইন্ট স্কিমে বেছে নেওয়া যাবে এই বাইক – স্ট্রাইকিং রেড ও উইক্ড ব্ল্যাক। এর ডিজাইন লাইনআপের অন্যান্য মডেলের মতো হলেও হার্ডওয়্যারের দিক থেকে এটি আলাদা। এতে ফিচার হিসেবে দেওয়া হয়েছে এলইডি হেডলাইট, একটি এলসিডি এবং একাধির রাইডিং মোড।

শক্তির উৎস হিসেবে রেইডার ১২৫ মডেলে দেওয়া হয়েছে একটি ১২৪.৮ সিসি, এয়ার-কুল্ড ইঞ্জিন। এটি থেকে ৭,৫০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ১১.২ বিএইচপি শক্তি এবং ৬,০০০ আরপিএম গতিতে ১১.২ এনএম টর্ক উৎপন্ন হবে। মোটরের সঙ্গে সংযুক্ত আছে একটি ৫-স্পিড গিয়ারবক্স।

হার্ডওয়্যারের বৈশিষ্ট্য হিসেবে বাইকটির ড্রাম ব্রেক ভ্যারিয়েন্টে উপস্থিত টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং রিয়ার মোনোশক সাসপেনশন। এটি বাইকটির বেস মডেল। এতে দেওয়া হয়েছে সিঙ্গেল পিস সিট।