মহান বিজয় দিবস উপলক্ষে রবিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় ৮৮ (২য় তলা), মুরাদপুর,পাঁচলাইশ অবস্থিত চট্টগ্রামের প্রথম অনলাইন পোর্টাল নিউজচট্টগ্রাম২৪.কম’র অফিসে, নিউজচট্টগ্রাম এর আয়োজনে এবং দৈনিক প্রিয় চট্টগ্রাম ও চট্টগ্রাম সুহৃদ এর সহযোগিতায় মহান বিজয় দিবস উপলক্ষে বৈঠকি আড্ডা আলোচনা ও সাহিত্যসভা।
এতে সকলের প্রতি আমন্ত্রণ রইল। সাথে নিয়ে আসতে পারেন আপনার কবিতা/গল্প কিংবা সম্প্রতি পড়া বইয়ের পাঠানুভূতির কাগজকপি। আসুন, আড্ডায় মুখরিত হোক বিজয় দিবসের সকালটা। অাগাম বিজয় দিবসের শুভেচ্ছা আপনাকে। সবান্ধব চলে আসুন আমাদের আড্ডায়।