অপূর্ব সাজে ফুটিয়ে তুলুন শরতের শুভ্রতা

তীব্র গরমে শরতের শুভ্রতা ফুটিয়ে তুলতে পোশাক ও মেকআপে একটু বেশি গুরুত্ব দেয়ার কথা বলছেন রূপবিশেষজ্ঞরা। সেই সাথে চুলের সাজও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তারা। আসুন জেনে নিই, ঝটপট শরতের শুভ্রতায় রেডি হওয়ার কিছু টিপস।

যেহেতু এখন গরমের সময় তাই সব সময় মাথায় রাখবেন, কখনই বেশি মেকআপ করা যাবে না। ভারী মেকআপে গরমে অস্বস্তি যেমন লাগে তেমনি মেকআপ নষ্ট হওয়ারও শঙ্কা বেশি।

শরতের সাদার শুভ্রতায় সেজেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ছবি: সংগৃহীত

মনে রাখবেন, শরতের এ সময় কম মেকআপে সৌন্দর্যকে বেশি ফুটিয়ে তোলা যায়।

নিজেকে রেডি করতে প্রথমেই পোশাকের দিকে নজর দিন। সুতির হালকা রঙের পোশাক নির্বাচন করুন।

যদি শরতের থিম পোশাকে তুলে ধরতে চান তবে সাদা, নীল, আকাশি রংয়ের পোশাক প্রাধান্য দিন।

চুলের সাজের ক্ষেত্রে চেষ্টা করুন বেধে রাখতে। খোঁপা, বেণি, পনিটেল করে নিতে পারেন।

এতে গরম কম লাগবে। বাইরে বের হয়ে আপনি আরামও পাবেন।

গরমের এ সময় মেকআপের ক্ষেত্রে বেশি সময় নেবেন না। এরজন্য কিছু স্টেপ ফলো করতে পারেন। যেমন-
১। পরিষ্কার ভেজা তোয়ালেতে মুখ মুছে নিন। চেষ্টা করুন মুখে হালকা একটু ভেজা ভাব রেখে মুখ মুছতে।
২। এবার আপনি ১০ মিনিটকে ৫টি ভাগে ভাগ করে নিন। প্রথম ২ মিনিটে ভালো করে ম্যাসাজ করে লাগান একটি ময়েশ্চারাইজার।
৩। দ্বিতীয় ২ মিনিটে একইভাবে ম্যাসাজ করে লাগান ক্রিম প্রাইমার।
৪। তৃতীয় ২ মিনিটে ব্রাইড শেডের ফেস পাউডার ছোট মেকআপ ব্রাশের মাধ্যমে লাগিয়ে দিন।
৫। চতুর্থ ২ মিনিটে আই মেকআপ ব্রাশের মাধ্যমে কালো আইশ্যাডো দিয়ে আই ব্রো এবং চোখের পাতায় পীচ আইশ্যাডো দিন। চোখের লাইনআপ দিতে বাদামি আইশ্যাডো ব্যবহার করুন।
৬। শেষ ২ মিনিটে হালকা গোলাপি রঙের লিপস্টিক দিন। নাকে লম্বা করে হাইলাইট দিন। ব্যাস, শরতের পারফেক্ট সাজে আপনি একদম রেডি!