প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক নিয়োগ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. আব্দুল হাকিমকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।

আর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু নূর মো. শামসুজ্জামানকে অতিরিক্ত মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার (১১ সেপ্টেম্বর) এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

পৃথক আদেশে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুস সামাদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।