মাজার-ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা ও লুটপাতের বিরুদ্ধে মানববন্ধন

মোহাম্মদী কাফেলা ঐক্য পরিষদের উদ্যোগে নগরীর হযরত বায়েজিদ বোস্তামী (রহ.) এর দরগাহ সড়কে সূফীবাদের অস্তিত্ব রক্ষার্থে মাজার, খানকাহ ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি গত ৯ সেপ্টেম্বর কাজীর দেউড়ি মোড়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা প্রধান খাদেম এ আর কামরুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত খাজা আবু আলি সিন্দী মাজার শরীফের শহিদুল হক চিলতি, মুফতি আবু সালেহ সুফিয়ান ফারহাদাবাদী মাইজভান্ডারী গবেষক, হযরত বায়েজিদ বোস্তামী (রা.) মাজার পরিচালনা কমিটি পরিষদ এবং অন্যান্য সাধারণ সুন্নি জনতা, দরবারি ভাই এবং মোহাম্মদী কাফেলা ঐক্য পরিষদ এর সকল খাদেমগন।

অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন এস এম জোবাইদুল হোসেন সাদ্দাম, এ আর মনির হোসেন টিটু, এ আর কামাল পারভেজ, এ আর ইমতিয়াজ উদ্দিন সুজন, সৈয়দ ইরফানুল আলম, সাইফুল ইসলাম সোহাস, ইশতিয়াক চৌধুরী, জাহেদুল ইসলাম মিঠু, ইয়াছিন আরাফাত। সানে রাসূল পরিবেশন করেন নাতঁ খা আকিব রেজা আদিল নাতঁ খা মুহাম্মদ। সভায় প্রধান অতিথি বলেন মাজার, ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা,অগ্নিসংযোগ ও লুটপাত বন্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলতে হবে।তিনি বলেন সমস্ত হামলা ও লুটপাত বন্ধে প্রশাসনকে আরো কঠোর ভুমিকা রাখার আহবান জানান।