পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় একটি ৫ কেজি ওজনের বাচ্চা অজগর সাপ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলের দিকে উপজেলার দেবনগড় ইউনিয়নের পাঠানপাড়া গ্রাম থেকে সাপটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, সীমান্তবর্তী এলাকা হওয়ায় সাপটি ভারত থেকে আসতে পারে। সাপটি লম্বায় সাড়ে ৬ ফুট হলেও ওজনে ৫ কেজি প্রায়।
দেবনগড় ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ওবায়দুল হক সময় সংবাদকে বলেন, ‘পাঠানপাড়া গ্রামের একটি বাঁশঝাড়ের পাশে বাচ্চা অজগর সাপটি দেখতে পায় স্থানীয়রা। পরে সাপটিকে তারা বন্দি করতে গেলে পাশে থাকা একটি পুকুরে নামার চেষ্টা চালায়। কৌশলে সাপটিকে আটক করে বস্তাবন্দি করে রাখে স্থানীয়রা। এদিকে বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসনকে অবগত করা হলে বিকেলের দিকে উপজেলা প্রশাসনের সহায়তায় বন বিভাগের লোকজন সাপটিকে নিয়ে যায়।’
এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বী সময় সংবাদকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে বন বিভাগের কর্মীদের পাঠানো হয়। সেখান থেকে সাপটিকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে বন বিভাগের সংরক্ষণে আছে। যেহেতু পঞ্চগড় জেলায় এ সাপটিকে অবমুক্ত করার মত পরিবেশ নেই, তাই আগামীকাল দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সিংড়া জাতীয় উদ্যানে (সিংড়া ফরেস্ট) নিয়ে গিয়ে সাপটিকে অবমুক্ত করা হবে।’