সোমবারের ভাগ্যে কী আছে, জেনে নিন রাশিফলে

জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে, সে সম্পর্কে ধারণা নিতে একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল। রাশিফল আসন্ন বিপদ সম্পর্কেও সতর্ক করতে পারে। তাই অনেকেরই দিনের শুরুতে পড়ার অভ্যাস রয়েছে প্রাচীন এ জ্যোতিষশাস্ত্র।

আজ সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র? এ বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতেই কিছুটা ধারণা নিয়ে রাখতে চান তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল।

মেষ:
স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। স্বাস্থ্য ভাল যাবে না। আজ কোনও কিছু পাওয়ার জন্য মনে জেদ সৃষ্টি হতে পারে। আজ কর্মস্থানে বদনামের যোগ। দীর্ঘ দিনের কোনও ইচ্ছা পূরণে বাধা।

বৃষ:
আজ যে কোনও ব্যবসার ফল ভাল পাওয়া যাবে। সঙ্গীতচর্চায় উন্নতির সুযোগ আসতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা খুব প্রতিকূল। অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ দেখা যাচ্ছে। গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন।

মিথুন:
রাস্তায়, যানবাহনে চলাফেরায় বাড়তি সতর্কতা প্রয়োজন। কোনও দায়িত্ব পালন করতে গিয়ে নাজেহাল হতে হবে। পুরনো পাওনা আদায় হতে গিয়ে আটকে যাবে। আজ সারা দিন কোনও কারণে মানসিক চাপ বাড়তে পারে।

কর্কট:
কোমরের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। মনে উচ্চাশা থাকলে আজ সেটা সফল হতে পারে। মামলা মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলাই ভাল। সাংসারিক শান্তি বজায় থাকবে না। পুরনো কোনও শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন।

সিংহ:
কেউ আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে। মানসিক কোনও উদ্বেগ থাকলে সেটা কেটে যাবে। প্রেমে কলহ সৃষ্টি হতে পারে। আজ সারা দিন কাজকর্ম বা ব্যবসা নিয়ে কোনও সমস্যার ভিতর দিয়ে চলতে হবে। বাড়ির পরিবেশ আপনার অনুকূল থাকবে। বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে। আপনি আপনার যোগ্যতা দেখানোর সুযোগ পাবেন।

কন্যা:
আজ সারা দিন ব্যবসা গতানুগতিকভাবেই চলবে। কোনও মহিলার কাছ থেকে একটু সাহায্য পেতে পারেন। স্বামী-স্ত্রীর সম্পর্কে উন্নতির যোগ। মা-বাবার সম্পত্তির ভাগ নিয়ে সমস্যা। সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে।

আরও পড়ুন: ৯ সেপ্টেম্বর: ইতিহাসের এই দিনে স্মরণীয় যত ঘটনা

তুলা:
পুরনো কোনও প্রেমিকার সঙ্গে দেখা হতে পারে। নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বৃদ্ধি পাওয়ার জন্য রাগ। প্রেমে আঘাত পাওয়ার শঙ্কা। সমাজের জন্য কিছু করার ফলে সম্মান ও প্রতিপত্তি বাড়তে পারে।

বৃশ্চিক:
জমি বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে কোনও খারাপ কিছু ঘটতে পারে। কোনও কাজের জন্য নিচু হতে হবে। আর্থিক ব্যাপারে কোনও সুবিধা পেতে পারেন। বাড়িতে কোনও কাজের জন্য সম্মান নষ্ট। গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতির যোগ দেখা যাচ্ছে।

ধনু:
কর্মে বদলির সম্ভাবনায় মানসিক চাপ বোধ। আয়-ব্যয়ের ভারসাম্য রক্ষা করা মুশকিল। আপনার অজান্তে গুপ্ত শত্রু বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় অশুভ সংকেত থাকলেও গুরুজনদের পরামর্শে কেটে যাবে। শত্রু পক্ষকে আজ মানিয়ে চলাই শ্রেয়। বিদ্যার্থীদের জন্য উন্নতি অপেক্ষা করছে।

মকর:
দীর্ঘ প্রতীক্ষার পর প্রেমে সুখের সময়। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে সংসার জীবনে জট খুলে যেতে পারে। ব্যবসায় সাফল্য পেতে একটু বেগ পেতে হতে পারে। পারিবারিক ক্ষেত্রে প্রতিকূলতা কেটে যেতে পারে। নিজের পাওনা পেতে ভোগান্তি হতে পারে। সাধুসঙ্গে মনে শান্তি লাভ।

কুম্ভ:
চাকরিজীবীদের জন্য সময়টা ভাল যাবে না। আজ আপনার সঙ্গে ভাল কিছু ঘটতে পারে। আজ সারা দিন ব্যবসা নিয়ে মনে একটু ভয় কাজ করবে। সংসারে ধৈর্য বজায় রাখতে হবে। হজমের গণ্ডগোল হতে পারে। মায়ের শরীরের জন্য খরচ বৃদ্ধি।

মীন:
আত্মীয়দের থেকে খুব সাবধানে থাকুন, ঠকতে হতে পারে। আজ সবার সঙ্গে কথা খুব বুঝে বলবেন, অপমানিত হওয়ার শঙ্কা আছে। কর্ম পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে। বয়সে ছোট কারোর কাছ থেকে কোনও বিষয়ে সাহায্য পেতে পারেন।