শফিউল আলম, রাউজান ঃ বন্যার পানিতে ডুবে রাউজানের বিভিন্ন এলাকায় আমন ধানের চারা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । বন্যার পানির শ্রোতে রাউজানের বিভিন্ন এলাকার সড়ক ব্যাপক ক্ষতি হয়েছে । ভারী বর্ষন ও পাহাড়ী ঢলের শ্রোতের পানিতে রাউজানের ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকায় আমন ধান, সব্জি ক্ষেত, জনগনের চলাচলের সড়ক সমুহ ব্যাপক ক্ষতি হয় ।
রাউজানের দক্ষিন হিংগলা এলাকার কৃষক কাজী আসলাম বলেন, ১০ একর জমিতে আমন ধানের চাষাবাদ করি। ১০ একর আমন ধানের চাষাবাদের জমির মধ্যে ৫ একর জমিতে রোপন করা আমন ধানের জমির আমন ধানের চারা বন্যার পানিতে ক্ষতি হয় । বন্যার পানির শ্রোতে রাউজানের বিভিন্ন এলাকার সড়ক ক্ষতবিক্ষত হয়ে যানবাহন চলাচল করছে মারাত্বক ঝুকিঁ নিয়ে । রাউজান উপজেলা কৃষি অফিসার মাসুম কবির বলেন, বন্যায় রাউজানে আমন ধান ও সব্জি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে । ক্ষয়ক্ষতির বিষয়ে উধত্বন কতৃপক্ষকে জানানো হয়েছে ।