লেখা আহবান

সাহিত্যের প্রতি আমাদের ভালোবাসা অসীম। এই ভালোবাসার দাবি থেকেই সাপ্তাহিক বুনিয়াদে ‘পাঠকের পাতা’-এর যাত্রা শুরু হচ্ছে।
নির্দিষ্ট গণ্ডির মধ্যে না রেখে আমরা এই পাতাতে বাংলাভাষী বিভিন্ন অঞ্চলের লেখক-পাঠকদের লেখার সমাবেশ ঘটাতে চাই।
আমাদের এই যাত্রা যাতে সফল হয় সে জন্য আপনাদের শুভকামনা প্রত্যাশা করছি।

যেহেতু ‘পাঠকের পাতা’ প্রতিমাসে দুইবার প্রকাশিত হবে, সুতরাং আপনারা যখন খুশি, যত খুশি লেখা পাঠাতে পারেন। এবারের সংখ্যার বিষয়- “শরৎ”
শরৎ নিয়ে আপনার লেখা গল্প, কবিতা, অনুকাব্য, ছোট গল্প, অনুগল্প, অনুভব, টুকরো স্মৃতি… লিখে দ্রুত পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়।
> প্রতিটি লেখার সঙ্গে অবশ্যই নিজের নাম, পূর্ণ ঠিকানা, যোগাযোগের নম্বর (হোয়াটস অ্যাপ সহ), ইমেইল ঠিকানা লিখে পাঠাতে হবে।
> ইমেইলের মাধ্যমে আপনার লেখা পাঠাতে হবে। ইমেইলে সাবজেক্ট লিখে দিতে হবে।
> লেখার সাথে সংক্ষিপ্ত লেখক পরিচিতি ও একটি ছবি দিলে ভালো হয়।
> অপ্রকাশিত লেখা ফেরত দেয়া হয় না।

লেখা পাঠানোর ঠিকানা:
[email protected]
[email protected]

যেকোন প্রয়োজনে-
শাদ ইরশাদ- 01817712526
পক্ষে- সাপ্তাহিক বুনিয়াদ