লোহাগাড়ায় স্কুলের লোহার গ্রিল কেটে চুরি

লোহাগাড়া প্রতিনিধি :
লোহাগাড়ায় পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ে জানালার লোহার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে এ চুরির ঘটনাটি ঘটে। গতকাল ২৬ এপ্রিল রবিবার এ ব্যাপারে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ করেছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মাহমুদুর রহমান।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৫ এপ্রিল শনিবার রাতে কে বা কারা বিদ্যালয় বন্ধ থাকা অবস্থায় প্রধান শিক্ষকের অফিস কক্ষের জানালার গ্রিল কেটে প্রবেশ করে। এসময় অফিস কক্ষে থাকা আলমিরার ড্রয়ার ভেঙে মূল্যাবান জিনিস ও টাকা নিয়ে যায়।
প্রধান শিক্ষক মাহমুদুর রহমান বলেন, সকালে বিদ্যালয়ে এসে অফিস কক্ষে আসবাবপত্র তছনছ অবস্থায় দেখতে পাই। চোরেরা একটি ল্যাপটপ, মডেম ও আলমারীতে রাখা ১৭ হাজার টাকা নিয়ে গেছে। এ চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।
এ ব্যাপারে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসাইন মাহমুদ বলেন, পদুয়া স্কুলে চুরির ঘটনার অভিযোগটি পেয়েছি। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।