চট্টগ্রামে ১০১ নমুনায় ১০ টি পজিটিভ, ৩ জন সুস্থ

১০১নমুনা পরীক্ষায় চট্টগ্রামে ১০ টি পজিটিভ সাতকানিয়া ৬জন, দামপাড়া ১জন। জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকা আরও ৩ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।

নমুনা পরীক্ষায় চট্টগ্রামে একই পরিবারের ৬ জনসহ মোট ৭ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। আক্রান্ত পরিবারটি সাতকানিয়া উপজেলার স্থানীয় বাসিন্দা বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।রোববার (২৬ এপ্রিল) রাত ১০ টায় তিনি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রোববার ১০১ টি নমুনা পরীক্ষা করে ১০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে চট্টগ্রাম জেলার ৭ জন এবং লক্ষ্মীপুর জেলার ৩ জন।

চট্টগ্রামে শনাক্ত হওয়া ৭ জনের মধ্যে ৬ জন সাতকানিয়া উপজেলার ও ১ জন নগরের দামপাড়া এলাকার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা ৫৫ জন।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে ৩ জনকে ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এ নিয়ে চট্টগ্রামে করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন।

সুস্থ হওয়া রোগীরা হলেন, বোয়ালখালী উপজেলার ৭০ বছর বয়সী বাবুল সিংহ, নগরের পাহাড়তলী থানাধীন সাগরিকা এলাকার একই পরিবারের দুই ভাই তোফায়েল আহমেদ ও হুমায়ুন আহমেদ।

জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ বলেন, আজ (রোববার) আরও তিন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। পরপর দুটি টেস্টের রিপোর্ট নেগেটিভ আসায় তাদের ছাড়পত্র দেয়া হয়েছে।

হাসপাতালে ভর্তি থাকা অন্যদের অবস্থাও স্থিতিশীল রয়েছে বলে জানান তিনি।