নাটকের অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌ। ক্যারিয়ারে প্রথমবার একটি সিনেমায় অভিনয় করেছেন। নাম ‘সংবাদ’। নির্মাণ করছেন সোহেল আরমান। এরইমধ্যে সিনেমাটির কাজ প্রায় শেষ করেছেন বলে জানিয়েছেন মৌ।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সব মিলিয়ে সিনেমার কাজ বেশ ভালো হয়েছে। আমি আমার চরিত্র, আমার অংশের কাজ নিয়ে ভীষণ সন্তুষ্ট। তবে এখনো সিনেমার অন্যান্য কাজ বাকি আছে, তাই সার্বিকভাবে বলতে পারছি না। তবে গল্পটা যেহেতু আমার কাছে ভালো লেগেছে, আশা করছি সবকিছু ঠিকঠাকভাবে শেষ হলে সিনেমাটি বেশ ভালো হবে। বাকিটা দর্শকের উপর নির্ভর করছে।’
এদিকে তার অভিনীত এ মুহূর্তে দু’টি ধারাবাহিক নিয়মিতভাবে প্রচার হচ্ছে। একটি কায়সার আহমেদের ‘গোলমাল’, অন্যটি সঞ্জিত সরকারের ‘চিটার অ্যান্ড জেন্টলম্যান’।