যে ৫ বিষয় প্রেমিক থেকেও লুকিয়ে রাখেন নারীরা

নারীরা মনের কথা খুব কমই খুলে বলেন। বিশেষ করে প্রেমিকের থেকে অনেক কিছুই লুকিয়ে রাখেন। আর সেটা তারা নিজের ইচ্ছেতেই করেন। জানুন কোন ৫ বিষয়ে নারীরা প্রেমিকের থেকে লুকিয়ে রাখেন।

নারীদের মনের তল পাওয়া খুব কঠিন কাজ। বড় বড় সব দার্শনিকরাও এই কাজে হার মেনে যান। আর আপনি তো কোন ছাড়!

তবে এতদিন ধরে এত প্রচেষ্টার নিশ্চয়ই সবটা ব্যর্থ হয়নি। আর সেই কারণে সম্পর্ক নিয়ে নিয়মিত চর্চাকারীরা এমন ৫ বিষয়ের খোঁজ পেয়েছেন, যা অধিকাংশ নারীরা নিজের বয়ফ্রেন্ডের কাছে খোলসা করতে চান না। বরং তারা এই বিষয়গুলো নিজের মনের সিন্দুকে জমা করে রাখেন।

ভাবছেন নিশ্চয়ই, ঠিক কোন কোন বিষয়গুলো সম্পর্কে তারা গোপনীয়তা বজায় রাখতে চান? সেই উত্তর জানতে ঝটপট পড়ে নিন এই নিবন্ধটি। তাতেই আপনার চোখের সামনে পুরো দৃশ্যটা পরিষ্কার হয়ে যাবে।

পুরুষেরা সাধারণত নিজের খারাপ দিক নিয়ে সবসময় অকপটে কথা বলেন। তবে নারীরা ঠিক উল্টো স্বভাবের হন। তারা নিজের খারাপ দিক সম্পর্কে কিছুই বলতে চান না। বিশেষত, প্রাণের থেকে প্রিয় প্রেমিকের থেকে তারা নিজের নেতিবাচক দিকটা লুকিয়ে রাখতে চান। কারণ, তারা মনে করেন যে এই দিকটা সম্পর্কে জানলে হয়তো প্রেমিকা তাদের ছেড়ে চলে যাবেন। এই অনিশ্চয়তা থেকেই তারা এই বিষয়টা এড়িয়ে যান।

অতীতের ঘনিষ্ঠতাও লুকিয়ে রাখেন​
নারীরা সাধারণত নিজের অতীতের সম্পর্ক লুকিয়ে রাখতে ভালোবাসেন। বিশেষত, তাদের সেই সম্পর্ক যদি খুব ঘনিষ্ঠ হয়, তাহলে নতুন বয়ফ্রেন্ডের কাছে তারা এই বিষয়টা নিয়ে একবারে স্পিকটি নট থাকেন। তারা চান না প্রাক্তনের বিষয়ে প্রেমিক কিছু জানুক। আর এই কাজটা তারা সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য, ভালোবাসার বন্ধন দৃঢ় করার জন্যই করে থাকেন। তাই এই বিষয়টি নিয়ে অহেতুক জিজ্ঞাসা করে তাদের বিড়াম্বনায় ফেলবেন না।

পরিবারের খারাপ দিকও রয়ে যায় অচেনা​
আমরা কেউই নিজের পরিবারের খারাপ দিকগুলো সম্পর্কে কথা বলতে চাই না। তবে এক্ষেত্রেও পুরুষেরা নিজের প্রেমিকার কাছে এ সব বিষয় নিয়ে কিছু না কিছু কথা বলেন। তবে মহিলারা এই বিষয় নিয়ে একবারেই স্পিকটি নট থাকেন। বরং তারা সমস্ত কিছু গোপনে রাখতে চান। তাতেই পরিবারের সম্মান বাঁচবে বলে মনে করেন মহিলারা। তাই যদি আপনার প্রেমিকা তার পরিবারের কোনও বিষয় সম্পর্কে কথা না বলতে চান, তখন তাকে বেশি জোরাজুরি করার কোনও প্রয়োজন নেই।

নিজের জমানো টাকা নিয়ে চুপ​
মহিলারা নিজের জমানো টাকা নিয়ে খুব বেশি সচেতন থাকেন। তারা কাউকেই এই তথ্য দিতে চান না। এমনকি প্রাণের থেকে প্রিয় প্রেমিককেও তারা এই বিষয়টা বলেন না। বরং এই বিষয়ে কথা তুললেই তারা নানাভাবে এড়িয়ে যেতে চান। তাই এবার থেকে প্রেমিকাকে তাঁর জমানো টাকা সম্পর্কে কোনও প্রশ্ন করবেন না। এমনকি তার স্যালারি সম্পর্কে জিজ্ঞাসা করাও হবে নির্বুদ্ধিতার পরিচয়। তাই এই ভুলগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন।

কোনও বড়সড় ঝামেলা​
জীবনের পথে চলতে চলতে হাজার ঝামেলায় পড়া সম্ভব। সেই নিয়ে পরিস্থিতি জটিল দিকেও মোড় নিতে পারে। তবে একবার বিষয়টা মিটে গেলে মহিলারা সেই সমস্যা ভুলে যেতে চান। এমনকি বয়ফ্রেন্ড যাতে পুরনো ঝামেলা সম্পর্কে না জানতে পারেন, সেই বিষয়টাও তারা নিশ্চিত করেন। তাই প্রেমিকার অতীতের কোনও সমস্যা সম্পর্কে জানলে হুট করে সেই বিষয় নিয়ে তাকে জিজ্ঞেস করে বসবেন না। তাতে সম্পর্ক খারাপ দিকে মোড় নিতে পারে।