নারী বিশ্বকাপ: নতুন সূচি, যেদিন যেদিন খেলবে বাংলাদেশ

নারীদের টি-২০ বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে বেশ কিছু দেশের নিরাপত্তা বিশেষজ্ঞরা ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করায় আসরটি সংযুক্ত আরব আমিরাতে সরে গেছে।

সূচিতে নতুন ভেন্যু সংযোজন করে আইসিসি বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে। তবে আগের মতো বাংলাদেশের ম্যাচ দিয়ে ৩ অক্টোবর আসর শুরু হবে। আসরটির স্বাগতিক স্বত্ত্বও থাকছে বাংলাদেশের কাছে।

ভারত ও পাকিস্তান দুবাইতে ৬ অক্টোবর মুখোমুখি হবে। দুই গ্রুপে আসরে অংশ নেওয়া ১০ দলকে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘এ’তে রয়েছে অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।

‘বি’ গ্রুপে বাংলাদেশ খেলবে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডের বিপক্ষে। প্রতি দল গ্রুপ পর্বে চারটি করে ম্যাচ খেলবে এবং প্রতি গ্রুপ থেকে পয়েন্টের ভিত্তিতে সেরা দুই দল সেমিফাইনাল খেলবে।

বাংলাদেশ ৩ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে। গ্রুপে ৫ ও ১০ অক্টোবর যথাক্রমে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। এরপর ১২ অক্টোবর প্রোটিয়াদের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে। ২০ অক্টোবর দুবাইতে ফাইনাল দিয়ে শেষ হবে ১৮ দিনের এই টুর্নামেন্ট।