চট্টগ্রামে শ্রীচিন্ময় সেন্টারের শুভ উদ্ভোধন

বিশ্বখ্যাত যোগী লর্ড শ্রীচিন্ময় যিনি চট্টগ্রাম এর বোয়ালখালী উপজেলার শাকপুরা গ্রামে ১৯৩১ সালের ২৭ শে আগষ্ট শুভ গণেশ চতুর্খীর পুর্ণ্যময় ব্রাক্ষ্রামুহুর্তে জন্মগ্রহণ করেছেন। তাঁরই ভাবাদর্শে প্রতিষ্ঠিত পাথরঘাটা ব্রিকফিল্ড রোডে শ্রীচিন্ময় সেন্টারের শুভ উদ্ভোধন অনুষ্ঠান গত ২৩ শে আগষ্ট সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।

উদ্ভোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ঢাকা ও চট্টগ্রামের শ্রীচিন্ময় সেন্টারের পরিচালক শান্তিশ্রী ম্যাকগ্রেথ। এতে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর অঞ্জণ কুমার চৌধুরী। বিশেষ আলোচক ছিলেন বিশিষ্ট ধর্মীয় বক্তব্য অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, চট্টগ্রাম শ্রীঅরবিন্দ সোসাইটির সভাপতি শ্রী রতন ভট্টাচার্য, শ্রীঅরবিন্দ মাতৃমন্দির শাকপুরার সভাপতি শ্রী বিজয় শংকর চৌধুরী, সমাজসেবী চন্দন কুমার চৌধুরী।

শ্রীচিন্ময় ঘোষের ভাতুষ্পুত্র শ্রী রিমন ঘোষ ও কিশোর দে এর সঞ্চালনায় কবিতা আবৃত্তি, সঙ্গীত অনুষ্ঠান, নাটক ও শ্রীচিন্ময়ের কর্মময় জীবনের তথ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৫ গুণী ব্যক্তিকে এ্যাওয়ার্ড প্রদান করা হয়।