মাহমুদুর রহমান মুক্ত-স্বধীন আবহে সাহসী কলমসৈনিক

হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর:
দৈনিক আমার দেশ বিপুল পাঠকসমাদৃত একটি সংবাদপত্র। পত্রিকাটির সম্পাদক মাহমুুদুর রহমান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে এক বলিষ্ঠ কন্ঠঃস্বর, সাহসী কলমযোদ্ধা। মজলুম মানবতার পক্ষে তাঁর শাণিত কলম সত্যনিষ্ঠ লিখনীর ময়দানে বলিষ্ঠ দৃষ্টান্ত। যাঁর লিখনীর প্রতিটি হরফে উদ্ভাসিত হয় প্রিয় মাতৃভূমির প্রতি অকৃত্রিম ভালোবাসা । যাঁর কন্ঠে প্রতিনিয়ত প্রতিধ্বনিত হয় অসহায় -নির্যাতিত জনগোষ্ঠীর বেদনার্ত উচ্চারণ।

দৈনিক আমার দেশ পাঠকমেলা রামু উপজেলা শাখার বুনিয়াদ স্থাপন ও কর্মতৎপরতার মধ্যদিয়ে সাংবাদিকতা অঙ্গনের আপসহীন, মজলুম এ সম্পাদকের সাথে আমাদের সম্পর্কের সেতুবন্ধন রচিত হয়। প্রথমবার কারামুক্তির পর কক্সবাজারে এই কৃতিজনের শুভাগমনে আমরা রামু পাঠকমেলার পক্ষ থেকে সৌজন্য সাক্ষাৎ করি। সেসময় আমাকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন,-
“এখনো লিখছো তুমি? লিখে যাও।”
সেই আহবান আমাকে এখনো অনুপ্রাণিত করে। আমি সত্যনিষ্ঠ লিখনীর ধারা অব্যাহত রাখতে প্রত্যয়দীপ্ত।

জাতির এই নির্ভীক সন্তান, সাহসী কলমযোদ্ধা বহুদিন কারাবন্দী ছিলেন। এরপর থেকে তিনি মজলুম অবস্থায় দেশান্তরিত। আজ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মজলুমানের রক্তার্জিত বিজয়ে মুক্ত-স্বাধীন আবহে সাহসী কলমসৈনিক মাহমুদুর রহমানকে স্বদেশে স্বাগত জানানো দেশপ্রেমিক আপামর জনতার প্রাণের দাবি। সেই সাথে দৈনিক আমার দেশ পত্রিকাও নিয়মিত প্রকাশের পথ উন্মুক্ত করে দেয়া কোটি পাঠকের হৃদয়ের আবেদন।
আমরা মজলুম সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং দৈনিক আমার দেশ চালু করে দেয়ার জোর দাবি জানাই।

লেখক:
সভাপতি
দৈনিক আমার দেশ পাঠকমেলা
রামু উপজেলা।