‘‘দেশব্যাপী সন্ত্রাস, লুটতরাজ,চর দখলের মত মসজিদ দখল বন্ধ করতে হবে’’

কারবালার প্রকৃত শিক্ষা হলো হক্বের পথে অটল অবিচল থাকা, ঈমানের প্রশ্নে জালেমের রক্তচক্ষু উপেক্ষা করে সত্যের জন্য লড়াই করা, রাসূল (দ.) এর সুন্নাতের পুনর্জীবন ও ধরার বুকে ইনসাফ প্রতিষ্ঠার জন্য কোন অন্যায়ের কাছে মাথা নত না করা। এদেশে ইসলাম প্রচারক আল্লাহর ওলিদের মাজার ভেঙ্গে গুড়িয়ে দিচ্ছে একটি চিহ্নিত জঙ্গিগোষ্ঠি। দেশের বিভিন্ন এলাকার মসজিদে নিয়োগকৃত আহলে সুন্নাত মতাদর্শী খতিব ইমামদের বিনা কারণে মসজিদে নামাজ পড়াতে দিচ্ছে না এ মহল। সরকার পরিবর্তনের পর থেকে অদ্যাবদি দেশব্যাপী সন্ত্রাস, লুটতরাজ, অগ্নি সংযোগ, ডাকাতি চর দখলের মত মসজিদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জবর দখলের যে প্রতিযোগতিা শুরু হয়েছে তা কঠোর হস্তে দমন করার আহবান।

গত ১৬ আগস্ট শুক্রবার চন্দনাইশ পৌরসভা নয়াহাটে আল-হাসনাইন মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে আহলে সুন্নাত ওয়াল জামা’আত ও গাউসিয়া কমিটির সহযোগিতায় ২১তম ঈদে মিলাদুন্নবী (দ.) ও হযরত ইমাম হোসাইন (রা.) কনফারেন্সে প্রধান মেহমানের বক্তব্যে জামেয়া আহদিয়া সুন্নীয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ বিশিষ্ট আলেমেদ্বীন আলহাজ্ব মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিউর রহমান আল কাদেরী উপরোক্ত কথা বলেন। আহমদুর রহমান গফুরা বেগম হেফজ ও এতিমখানা মাদ্রাসা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা চাকতাইয়ের প্রবীন ব্যবসায়ী আলহাজ্ব আহমদুর রহমান সওদাগরের সভাপতিত্বে আল হাসনাইন মেমোরিয়াল ফাউন্ডেশনের মহাসচিব আলমগীর ইসলাম বঈদীর পরিচালনায় অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান বক্তা ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নীয়া কামিল মাদ্রাসার সিনিয়র আরবী প্রভাষক মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ্ব মাওলানা আবুল আসাদ মুহাম্মদ জোবাইর রজভী।

বিশেষ বক্তা ছিলেন চন্দনাইশ উপজেলার ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, মাওলানা মাহবুবুর রহমান আল কাদেরী, মাওলানা আবদুর রহমান আল কাদেরী, অধ্যক্ষ মাওলানা নুরুল আজিম। উপস্থিত ছিলেন ডা মুহাম্মদ নুরুল আবছার খান, ডা. আসিফুর রহমান, মোরশেদুল আলম, শামসুদ্দিন রাজু, রফিক কোম্পানি, এম. এ.আউয়াল, হাফেজ মুহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ আলী, ফরিদ চৌধুরী, সেলিম চৌধুরী, আবদুর রহিম সওদাগর জাকের সওদাগর প্রমূখ। উল্লেখ যে প্রথম অধিবেশনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শিক্ষা সামগ্রী, বিতরণ করা হয়।