মনসা পূজা ঘিরে রাইখালীতে জমজমাট ছাগলের হাট

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি)। আগামী শনিবার অনুষ্ঠিতব্য সনাতনী সম্প্রদায়ের শ্রীশ্রী মনসা পূজা। মনসা পূজারদিন সনাতনী সম্প্রদায়ের লোকজন দেবী মনসার উদ্দেশ্যে পাঠা ছাগল ও হাঁস বলি দিয়ে থাকে। চট্টগ্রামে এই পাঠা ছাগল বলি দেওয়ার প্রচলন বহু আগের।
এউপলক্ষে বৃহস্পতিবার (১৫ আগষ্ট) সকালে কাপ্তাই উপজেলাধীন রাইখালী বাজারের বটতলায় ছাগলের হাটে গিয়ে দেখা যায়, পূজারদিন ঘনিয়ে আসায় শেষ মুহুর্তে জমজমাট ছাগলের হাট মিলেছে। ছাগল কিনতে দুর-দুরান্ত থেকে মানুষের আগমন ঘটেছে। বাজারে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভীড়। এসময় পাহাড়ের বিভিন্ন জাতের ছাগলের পাশাপাশি পাটনাইয়া জাতের ছাগল বেশী বিক্রয় হতে দেখা গেছে।
কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নের কারিগড় পাড়া থেকে ছাগল বিক্রয় করতে আসা মিনুপ্রু মারমা জানান, বেশ কয়েক বছর ধরে তিনি ছাগল পালন করে আসছেন। প্রতিবছর রাইখালী হাটে এসব ছাগল বিক্রয় করে বেশ লাভবান হয়েছেন। এবারও ছাগল বিক্রয় করতে এই হাটে এসেছেন। অন্য বছরের মতো এবারও ছাগল বিক্রি করে ভাল দাম পাওয়ার আশা করছেন তিনি। তার মতো আরও কয়েকজন ছাগল বিক্রেতা জানান,
এবছর ছাগলের চাহিদা বেশি থাকায় দামও ভাল পাওয়ার আশা করছে তারা। এছাড়া মাঝারি সাইজের ছাগলের চাহিদা এবার অনেক বেশী বলে তারা জানায়।
অন্যদিকে, ছাগল কিনতে আসা কয়েকজন বাসিন্দা জানায়, ছাগলের দাম অনেক বেশি। এখন পূজা যেহেতু চলে এসেছে তাই আজকে ছাগল কিনতেই হবে। কয়েকজন ক্রেতা জানান, প্রতিবছরই রাইখালী হাটে ছাগল কিনতে আসেন তারা। বিশেষ করে এই হাটে ভাল মানের ছাগল পাওয়া যায়। এবং হাটে বিক্রয় করতে আনা বেশিরভাগ ছাগলই সাধারনত ক্রেতাদের বাড়িতে লালন পালন করা হয়। তাই এখানকার ছাগলের চাহিদা তুলনামুলক অন্যান্য হাটের তুলনায় বেশি। তবে এবার রাইখালী বাজারে ছোট বড় প্রচুর ছাগলের সমারহ থাকলেও দাম অত্যাধিক চড়া।
রাইখালী বাজার কমিটির সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার জানান, কাপ্তাইয়ের মধ্যে ঐতিহ্যবাহী একটি হাট হচ্ছে রাইখালী বাজার। এখানে প্রতিবছর সাপ্তাহিক হাট ছাড়াও মনসা পূজাকে কেন্দ্র করে এসময় জমজমাট ছাগলের হাট বসে। এবারও রাইখালীর এই ছাগলের হাট জমজমাট হয়েছে। হাটে ক্রেতা বিক্রেতাদের বেশ ভীড় লক্ষ্য করা গেছে। ফলে নায্যমূল্যে ক্রেতারা ছাগল কিনতে পারছে বলে তিনি জানিয়েছেন।