৭ বছর আমি গান গাইতে পারিনি

একটা সময় সিনেমার গান মানেই ছিল জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপার কন্ঠ। শুধু সিনেমার গানেই নয়, অ্যালবামেও ছিল তার আধিপত্য। কিন্তু জনপ্রিয়তার তুঙ্গে থাকার পরও হঠাৎ গানে অনিয়মিত হয়ে পড়েন তিনি। সংগীতাঙ্গন থেকে নিজেকে আড়াল করে নেন কনকচাঁপা।

তবে সরকার পতন এবং নতুন সরকারের যাত্রা শুরুর পর আড়াল থেকে বের হলেন এই সংগীতশিল্পী। কথা বললেন গান থেকে দূরে সরে যাওয়ার কারণ প্রসঙ্গে। কনকচাঁপা বলেন, ‘আমি বিগত ৭টি বছর বিভিন্নভাবে নিগৃহীত হয়েছি, তাতে মোটেই ভেঙে পড়িনি। আমি সবসময় হাসিখুশি থেকেছি। কখনো কাঁদিনি। কখনো হতাশ হইনি। সমস্যা এসেছে, কিন্তু কারো কাছে অভিযোগ করিনি।’

ক্ষোভ ও আক্ষেপ নিয়ে কনকচাঁপা আরো বলেন, ‘আমাকে ৭ বছর যেভাবে বোবা করে রাখা হয়েছে, তা বর্ণনাতীত। আমি কোনো কিছু লিখতে পারতাম না। শুধু তাই নয়, আমি গান গাইতে পারিনি। একজন শিল্পী যদি গান গাইতে না পারে, তার বোবা হয়ে যাওয়াই ভালো। কিন্তু আমি এত কিছুর পরও আশা হারাইনি।’

উল্লেখ্য, তিন দশকেরও বেশি সময় ধরে গান করছেন কনকচাঁপা। একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্রের তার গাওয়া গানের সংখ্যা ৩ হাজারেরও বেশি। ৩৫টিরও বেশি একক গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। কনকচাঁপার জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘অনেক সাধনার পরে’, ‘তোমাকে চাই শুধু তোমাকে চাই’, ‘ভালো আছি ভালো থেকো’, ‘যে প্রেম স্বর্ণ থেকে এসে’ উল্লেখযোগ্য।