পরষ্পরকে বুকে জড়িয়েও নিলেন সামশু-এনাম

শফিউল আজম॥
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের নৌকার প্রার্থী আওয়ামীলীগ ও মহাজোটোর এমপি প্রার্থী বর্তমান এমপি সামশুল হক চৌধুরী ও জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থিত ধানের শীষ প্রতীকের বিএনপির প্রার্থী এনামুল হক
এর সাথে কথাও হলো দেখাও হলো। রাজনৈতিক দুই বৈরি প্রার্থী একে অপরে শক্র হলেও শুক্রবার পটিয়ার জিরি মাদ্রাসার ১১২ তম বার্ষিক ইসলামী সম্মেলনে এ দু’প্রার্থী একে অপরকে দেখে জড়িয়ে ধরলেন এবং কৌশল বিনিময়ও করলেন। এতে উপস্থিত দুই দলের নেতাকর্মী ছাড়াও উপস্থিত শত শত সাধারণ জনগণ এ দু’জনের সৌহাদ্যপূর্ণ মনোভাব দেখে সন্তুুষ্টি প্রকাশ করে বলেন, আমরা রাজনীতিতে আজীবন এ সৌর্হাদ্যপূর্ণ পরিবেশ দেখতে চাই।
এনামের কোলাকুলির দৃশ্য পটিয়ায় রাজনীতির মাঠে সম্প্রীতির ভাব দেখা গেছে। নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হওয়ার পর পটিয়ায় আওয়ামী লীগ, বিএনপির নেতা কর্মীদের মধ্যে সংঘাত, সংঘর্ষেও আশঙ্কা দেখা দিলেও এই দুই প্রার্থীর আনুষ্ঠানিক কোলাকুলিতে পটিয়ায় রাজনীতিতে সম্প্রীতির ভাব দেখা দিয়েছে।
শুক্রবার উপজেলার আল জামিয়তিুল আরাবিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসার বার্ষিক ইসলামী সভায় উভয় প্রার্থীর মধ্যে দেখা হলে একজন আরেকজনকে বুকে টেনে নেয়। এসময় উপস্থিত লোকজনের মধ্যে আনন্দ উৎপুল্লতার ভাব দেখা গেছে। এই তারা ভোটারদেও জানান, পটিয়া নির্বাচনী নিয়ে কেউ সংঘাত সংঘর্ষ চাই পটিয়ায় সম্প্রীতি চাই, পটিয়াবাসী শান্তিতে ঘুমাতে চাই, পটিয়াবাসী শান্তি চাই, শান্তির রাজনীতিতে আমরা বিশ্বাসী। জয় পরাজয় ভোটারদের হাতে ।
উপজেলার আল জামিয়তিুল আরাবিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসার বার্ষিক ইসলামী সভায় মাদ্রাসা প্রাঙ্গনে ঢুকার সময় সামশুল হক চৌধুরী ও এনামুল হক এনাম মুখোমুখি হন। এ সময় এগিয়ে এসে হাত বাড়িয়ে এনামুল হক এনামকে বুকে টেনে নেন সামশুল হক চৌধুরী । এনামুল হক এনামও এসময় হাত বাড়িয়ে দেন পরে হাস্বোজ্জল মুখে কোলাকুলি করেন। পরে কুশল বিনিময় করেন। এ সময় জিরি মাদ্রসায় জুমার নামাজ আদায় করেন বিএনপি প্রার্থী এনাম। নামাজ শেষে আওয়ামীলীগ প্রার্থী সামশুল হক চৌধুরী মাদ্রাসার মাঠে আসলে বিএনপি প্রার্থী এনামের সাথে দেখা হয়। পরে তারা দু’জনই নিজ নিজ গন্তব্যে চলে যান এবং পৃথক পৃথক নির্বাচনী গণসংযোগ শুরু করেন ।
এদিকে, পটিয়ায় আ’লীগ-বিএনপি জোটের নেতাকর্মীদের পদচারণা, মিছল মিটিং ও স্লোগানে সরগরম হয়ে উঠেছে। উভয় জোটের নেতাকর্মীদের খ- খ- মিছিল ও সভা সমাবেশ আর স্লোগানে মুখরিত হয়ে উঠে।
শুক্রবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নৌকার প্রার্থী সামশুল হক চৌধুরী ও ধানের শীষ প্রতীকের প্রার্থী এনামুল হক এনাম পৃথক পৃথকভাবে মিছিল করেন।
পরে এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামীলীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী সামশুল হক চৌধুরী বলেন, ‘প্রতিপক্ষকে ছোট ও দুর্বল মনে করে ঘরে বসে থাকার সময় নেই। পটিয়ায় ১১১টি ভোট কেন্দ্র যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদেকে সন্ধ্যা পর্যন্ত পাহারা দিয়ে রাখতে হবে। ভোট সম্পন্ন না হওয়া পর্যন্ত কাউকে না ঘুমানোর নির্দেশ দিয়ে তিনি বলেন, নির্বাচনের পর প্রয়োজনে ৫ বছর ঘুমাতে পারবেন। প্রতিপক্ষ দলীয় প্রতীকে ঐক্যবদ্ধ উল্লেখ করে নেতাকর্মীদের তিনি বলেন কেউ অভিমান করে ঘরে বসে থেকে দল ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ক্ষতি করবেন না।
অন্যদিকে, ধানের শীষ প্রতীকের বিএনপি দলীয় প্রার্থী এনামুল হক এনাম বলেন, অতীতের রাজনীতির কোন্দলের কারণে কেউ মনে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান। এখন আমাদের বিরোধ নয়, খালেদা জিয়ার কারাগার থেকে মুক্ত ও তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনা এবং দেশে গণতন্ত্র পুন:উদ্ধার করায় আমাদের মূল লক্ষ্য। তবে প্রচারনাকালীন সময়ে পুলিশ প্রশাসন অতীতের মত নেতাকর্মীদের গ্রেফতারসহ মামলা-মোকদ্দমা দিয়ে হয়রানি করলে তার সুমচিত জবাব দেওয়া হবে এবং আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছেন।