সর্তা খালে অবৈধ বালু মহালে অভিযান

ফটিকছড়ি প্রতিনিধি |
ফটিকছড়ির সর্তার খালে অবৈধ বালু মহালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তিনটি মেশিন ও ৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

২৪ জুন (সোমবার) সকাল ৬টায় খিরাম ও ধর্মপুর ইউনিয়নের রাউজান সীমান্তবর্তী সর্তার খালে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোজাম্মেল হক চৌধুরী।

জানা যায়- অভিযানে সরকারী আদেশ অমান্য করে সর্তার খাল হতে অবৈধভাবে বালু উত্তোলন অবস্থায় তিনটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। এসময় প্রায় ৫০০০ ঘনফুট বালু জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দকৃত বালু উন্মুক্ত নিলামে ৪৪ হাজার টাকায় বিক্রয় করে প্রাপ্ত টাকা সরকারি কোষাগারে জমা করা হয়। এ ব্যাপারে ইউএনও মোজাম্মেল হক চৌধুরী বলেন, অবৈধ বালু উত্তোলনের সাথে যুক্ত ব্যাক্তিদের বিস্তারিত তথ্য তদন্তপূর্বক পরবর্তী অধিকতর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।

অভিযানে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ, খিরাম ও ধর্মপুর ইউনিয়ন পরিষদের কর্মচারীবৃন্দ, ধর্মপুর ইউনিয়ন এর চেয়ারম্যান, আনসার সদস্যবৃন্দ ও এলাকাবাসী সার্বিক সহায়তা প্রদান করেন।