রাউজানে দোকান খোলা রাখায় জরিমানা

শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ রাউজানে সরকারী নির্দেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্টান খোলা রাখায় চারটি ব্যবসা প্রতিষ্টান থেকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করে রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও নিবার্হী ম্যজিষ্ট্রেট জোনায়েদ কবির সোহাগ ।
২০ এপ্রিল সোমবার দুপুরে রাউজান ফকির হাট বাজার ও জলিল নগর বাস ষ্টেশনে এ অভিযাণ পরিচালনা করা হয় । করেনা ভাইরাসের কারনে জনসমাগম ঠেকাতে কাপড়ের দোকান, টিনের দোকান, হার্ডওয়ারের দোকান, চায়ের দোকান, নির্মান সামগ্রীর দোকান বন্দ্ব রাখার জন্য সরকার ও রাউজান উপজেলা প্রশাসন নির্দেশ দেয় । সরকার ও রাউজান উপজেলা প্রশাসনের নির্দেশ অমান্য করে রাউজান ফকির হাট বাজার, জলিল নগর বাস ষ্টেশন, মুন্সির ঘাটা, কাগতিয়া বাজার, গহিরা চৌমুহনী, কাল চান্দ চৌধুরী হাট, নোয়াজিশপুর নতুন হাট, ফতেহ নগর বাজার, রমজান আলী হাট, ডাবুয়ার বাইন্যার হাট, অমির হাট, হলদিয়া ফকির টিলা বাজার, জানিপাথর বাজার, বইজ্যার হাট, নাতেয়ান বগিচা বাজার, সোমবাইজ্যার হাট, কদলপুর ঈশান ভট্টের হাট, পাহাড়তলী চৌমুহনী বাজার, গশ্চি নয়া হাট, বাগোয়ানের লাম্বুর হাট, ভ্রাম্বন হাট, নোয়াপাড়া পথের হাট, নোয়াপাড়া চৌধুরী হাট, মগদাই পিকে সেন হাট, রঘু নন্দন চৌধুরী হাট, অলিমিয়ার হাট, নতুন চৌধুরী হাট, কেরানী হাট, জিয়া বাজার এলাকায় কাপড়ের দোকান, টিনের দোকান, হার্ডওয়ারের দোকান, চায়ের দোকান, নির্মান সামগ্রীর দোকান খুলে গোপনে ব্যবসা চালিয়ে আসছেন । এসব ব্যবসা প্রতিষ্টানে প্রতিদিন ক্রেতাদের ভীড় জমজমাট হওয়ায় ব্যাপক জনসমাগম হয়ে আসছে । গতকাল ২০ এপ্রিল সোমবার সকাল থেকে রাউজান ফকির হাট বাজারের মধ্যে কাপড়ের দোকান, টিনের দোকান, হার্ডওয়ারের দোকান খুলে ব্যবসা করেন ব্যবসায়ীরা । দুপুরে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের নেতৃত্বে ফকির হাট, জলিল নগর বাস ষ্টেশনে অভিযাণ শুরু হলে কাপড়ের দোকান, টিনের দোকান, হার্ডওয়ারের দোকানের দরজা বন্দ্ব করে ব্যবসায়ীরা পালিয়ে যায় ।