দরিদ্র সিএনজি চালকের ঘর ভেঙ্গে জোরপূর্বক পাকা ঘর নির্মাণ

শফিউল আলম, রাউজান ঃ রাউজান উপজেলার ৭নং রাউজান ইউনিয়নের রশিদর পাড়া এলাকার দরিদ্র সিএনজি চালক ওসমানের সাথে তার প্রতিবেশী আহম্মদ উল্ল্রাহর বসত ভিটা নিয়ে বিরোধ চলে আসছে । বিরোধ নিরসনে ৭নং রাউজান ইউনিয়নের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নিয়ে সার্ভেয়ার দিয়ে পরিমাপ করে উভয়ের বসতভিটার সীমনা নির্ধারন করে দেয় । সিএনজি চালক ওসমানের মাটির দেওয়াল টিনের ছাউনি বসতঘর থেকে এক ফুট দুরে আহম্মদ উল্ল্যাহকে ঘর নির্মান করার সিদ্বান্ত দেয় । সিএনজি চালক ওসমান অভিযোগ করে বলেন, চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরুর সিদ্বান্ত অমান্য করে আহম্মদ উল্ল্রাহ ও তার পরিবারের সদস্যরা মাটির গুদাম টিনের চাল্ াবিশ্ষ্টি আমার বসতঘর ভেঙ্গে ফেলে লোকজন দিয়ে জোরপুর্বক পাকা ঘর নির্মান করছে । এতে আমি বাধা দিলে আমাকে বিভিন্ন প্রকার হুমকি প্রদান করছে আহম্মদ উল্লাহ ও তার পরিবারের সদস্যরা । ওসমানের প্রতিবেশী আহম্মদ উল্ল্রাহ ওসমানের অভিযোগ প্রসঙ্গে বলেন, আমি রাউজান ইউনিয়নের চেয়ারম্যান বিএম জসিম উদ্দি;ন হিরু সহ এললাকার গন্যামান্য ব্যক্তিরা সার্ভেয়ার দিয়ে পরিমাপ করে দেওয়া আমার বসতভিটাতে ঘর নির্মান করছি । এ ব্যাপারে ৭নং রাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু বলেন, ওসমান ও আহম্মদ উল্ল্রাহর পরিবারের মধ্যে বসতভিঠা নিয়ে বিরোধ নিরসন করতে আমি নিজেই উপস্থিত হয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে সার্ভোয়ার দিয়ে পরিমাপ করে সীমানা নির্ধারন করে দেওয়া হয় । ওসমানের বসতঘরের এক ফুট দুরে আহম্মদ উল্ল্রাহকে ঘর নির্মান করার জন্য বলা হয় । সালিসি বৈঠকের সিদ্বান্ত অমান্য করে ওসমানের বসত ঘর ভেঙ্গে আহম্মদ উল্ল্রাহ ঘর নির্মান করলে তা তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে ।